⚠️ ছাদ ঢালাই চলাকালে ভয়াবহ দুর্ঘটনা! বীরগঞ্জে ভবন ধসে আহত-নিখোঁজ শ্রমিক 😔
Автор: ASR BD
Загружено: 2025-11-07
Просмотров: 171
Описание:
🏗️ ভবন ধসের মর্মান্তিক দুর্ঘটনা! 😢
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ১১নং মরিচা ইউনিয়নের ১৪ হাত কালী বাজার সংলগ্ন এলাকায় নির্মাণাধীন একটি ভবনের ছাদ ধসে পড়েছে।
📅 বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে সাদ ক্লিনিকের মালিক শামীমের ভবনে ছাদ ঢালাই চলাকালে হঠাৎ করেই ছাদটি ভেঙে নিচে পড়ে যায়।
👷 প্রত্যক্ষদর্শীরা জানান, ধসের সময় বেশ কয়েকজন শ্রমিক কাজ করছিলেন।
তাদের মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে 🚑,
তবে এখনো কয়েকজন শ্রমিক নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
🚒 বীরগঞ্জ ফায়ার সার্ভিস, থানা পুলিশ ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা নিখোঁজদের উদ্ধারে যৌথ অভিযান চালিয়ে যাচ্ছেন।
উদ্ধারকারীরা অত্যন্ত সতর্কতার সাথে কাজ করছেন যেন ধ্বংসস্তূপের নিচে আর কেউ আটকে না থাকে।
😨 ঘটনাস্থলে এলাকায় মানুষের ভিড় জমে গেছে।
স্থানীয়দের অভিযোগ, নির্মাণকাজে অবহেলা বা নিম্নমানের সামগ্রী ব্যবহারের কারণেই এই দুর্ঘটনা ঘটতে পারে।
তবে পুলিশ জানিয়েছে, তদন্তের পরই প্রকৃত কারণ জানা যাবে।
🤲 আল্লাহ আহতদের দ্রুত আরোগ্য দান করুন এবং নিখোঁজদের নিরাপদে ফিরে আসার তাওফিক দিন।
#দিনাজপুর #বীরগঞ্জ #ভবনধস #দুর্ঘটনা #সংবাদ #বাংলাদেশ #১৪হাতকালীবাজার #ছাদধস #ফায়ারসার্ভিস #শ্রমিকআহত #ইনশাআল্লাহ
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: