জ্বীন জাতির বিস্ময়কর ইতিহাস | ইসলামিক ইনভিজেবল ম্যান বা জ্বীন জাতি
Автор: As Creation Tv
Загружено: 2020-03-22
Просмотров: 141
Описание:
জিন জাতি হল আল্লাহ্র অনুপম সৃষ্টি। আল্লাহপাক মানুষ ও জ্বীনদের সৃষ্টি করেছেন তার ইবাদাত বন্দেগী করার জন্য।
জীন শব্দের অর্থ গুপ্ত, লুকায়িত, অদৃশ্য, গোপন। জ্বীনরা অদৃশ্য। মানুষ এদেরকে দেখতে পায় না। জিনরা মানুষদের দেখতে পায়।
আল্লাহতায়ালা জ্বীন জাতি ও শয়তানের সম্বন্ধযুক্ত করেছেন, ওই অর্থে যে অর্থে মানুষকে সম্পৃক্ত করেছেন কাদামাটি ও শুকনো ঝনঝনে মাটির সাথে। অর্থ্যাৎ মানুষ সৃষ্টির মুল উপাদান কাদামাটি হলেও মানুষ প্রকৃতপক্ষে কাদামাটি নয়।
জিন পরী
রাসুল (সাঃ) একদা উল্লেখ করেছিলেন শয়তান বলে একটি জ্বীন একদা নামাজের সময় তাঁর সাথে মোকাবেলা করতে এলে তিনি ঐ জিনকে গলা টিপে ধরলে, সেই জ্বীনের থুথুতে রাসুল (সাঃ) শীতলতা অনুভব করেছিলেন (সুরা সাদ -৩৫-৩৮)।
তাই বলা যায় জ্বীনেরা পুরোপুরি দাহ্য নয়।
পৃথিবীতে জ্বীনেরা কবে থেকে আছে
মানুষ সৃষ্টির প্রায় ২০০০ বছর আগে থেকে জ্বীনেরা পৃথিবীতে আছে বলে জানা যায়।
প্রাচীন সেমাইড জাতি জ্বীনে বিশ্বাস করতো।
জ্বীনদের আদি পিতা ‘সামুম’। জ্বীন তৈরী করে আল্লাহ সামুম কে জিজ্ঞাস করেছিলেন ‘তুমি আমার কাছে কিছু কামনা করো’।
সামুম ২টি বিষয় কামনা করেছিলেন।
জিন মানুষকে দেখতে পাবে কিন্তু মানুষ জিনকে দেখতে পারবে না।
জিনেরা বৃদ্ব বয়সে যুবক হয়ে মৃত্যু বরণ করবে। আল্লাহ পাক সামুমের দুটি চাওয়া পূরণ করেন।
জিন দেখতে কেমন
জিনেরা অদৃশ্য এবং খুব দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে।
পৃথিবী ছাড়াও অন্য সব গ্রহ নক্ষত্রে জ্বীনেরা চলাফেরা করতে সক্ষম।
যে কোন প্রানীর রূপ ধারণ করতে পারে।
তারা অন্ধকারে থাকতে পছন্দ করে।
জ্বীনদের আয়ু
মানুষের চেয়ে জিনেরা অনেক বেশিদিন বাঁচে। কারো কারো মতে প্রায় ৫০০ বছর।
তবে ৩০০ বছর বয়সে তারা প্রাপ্তবয়স্ক হয়। কারো কারো মতে, পরীদের আয়ু জ্বীনদের চেয়ে বেশি।
Повторяем попытку...

Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: