বিপুল জনবল নেবে Civil Aviation Authority | সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ | আজকের চাকরিবার্তা
Автор: চাকরিবার্তা
Загружено: 2023-04-06
Просмотров: 213
Описание:
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ নেবে ৯২৪ জন সহায়িকা ডেস্ক জনবল নিয়োগের জন্য সম্প্রতি বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। প্রতিষ্ঠানটির বিভিন্ন ক্যাটাগরির শূন্য পদে ৯২৪ জনকে নিয়োগ দেওয়া হবে। পদ অনুসারে বিজ্ঞপ্তিতে মোট ৯টি গ্রুপ করা হয়েছে। প্রত্যেক গ্রুপের অধীনে একাধিক বিভাগে আলাদা আলাদা পদে এসব জনবল নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
গ্রুপ-১-এর অধীনে বিভিন্ন পদ ও সংখ্যা: সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট ১ টি, এরোড্রাম কর্মকর্তা ৩৩, সিএনএস প্রকৌশলী ৭, এরোড্রাম সহকারী ১৪৬, স্যানিটারি ইন্সপেক্টর ১, গ্যাস টেকনিশিয়ান ২, অগ্নিনির্বাপক মোটরচালক ২২টি ও বোর্ডিং ব্রিজ অপারেটর পদ ৬৩ টি।
গ্রুপ-২-এর অধীনে বিভিন্ন পদ ও সংখ্যা: সিনিয়র প্রোগ্রামার ১ টি, সহকারী পরিচালক ৫, এএনএস ইন্সপেক্টর ১, ইন্সপেক্টর (এরোড্রাম) ২, সিনিয়র অফিসার ১৫, তথ্য সহকারী ৮, উচ্চমান সহকারী ৪ ও ট্রাফিক হ্যান্ড পদ ১৩টি।
গ্রুপ-৩-এর অধীনে বিভিন্ন পদ ও সংখ্যা: এয়ারওয়ার্দিনেস ইন্সপেক্টর পদ ৪ টি, সহকারী প্রকৌশলী (সিভিল) ৪, সহকারী প্রকৌশলী (ই/এম) ৬, এয়ারপোর্ট ফায়ার লিডার ৭, স্টোর কিপার ১, বহিরাঙ্গন সহকারী ২, মোটর ও মেকানিক ২ টি।
গ্রুপ-৪-এর অধীনে বিভিন্ন পদ ও সংখ্যা: মেইনটেন্যান্স প্রকৌশলী ৪ টি, এয়ারওয়ার্দিনেস ইন্সপেক্টর (এভিয়নিক্স) ৩, হিসাবরক্ষক ৫, নিরাপত্তা অধিক্ষক (নারী) ১, নিরাপত্তা অধিক্ষক (পুরুষ) ৯, চেইনম্যান ১ ও মোটর পরিবহন ক্লিনার ৩টি।
গ্রুপ-৫-এর অধীনে বিভিন্ন পদ ও সংখ্যা: সহকারী পরিচালক ৫ টি, অর্থনীতিবিদ ১, ফায়ার অফিসার ২, নিরাপত্তা অপারেটর ৪০, কনভেয়ার বেল্ট অপারেটর ২৪ ও লাউঞ্জ রুম পরিচালক ২৯ টি।
গ্রুপ-৬-এর অধীনে বিভিন্ন পদ ও সংখ্যা: এয়ার ট্রান্সপোর্টেশন অফিসার ২ টি, এয়ারক্রাফট মার্শালার ৪, সহকারী শরীরচর্চা প্রশিক্ষক ২, ফোরম্যান (সিভিল) ১, ড্রাফটসম্যান ৮, বিদ্যুৎ কারিগর ৪, অটো ইলেকট্রিশিয়ান ২, সশস্ত্র নিরাপত্তাপ্রহরী ৪১ ও নিরাপত্তাপ্রহরী ৪৬ টি।
গ্রুপ-৭-এর অধীনে বিভিন্ন পদ ও সংখ্যা: হিসাব সহকারী ১৩ টি, ডেটা এন্ট্রি অপারেটর ৩, সহকারী ড্রাফটসম্যান ৪, সহকারী রেডিও টেকনিশিয়ান ৪, ফিটার মেকানিক ১, ইঞ্জিনচালক ২৭, রংমিস্ত্রি ১, সহকারী রাজমিস্ত্রি ১, মালি ৪ ও রেডিও ক্লিনার ৭ টি।
গ্রুপ-৮-এর অধীনে বিভিন্ন পদ ও সংখ্যা: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ৬৯ টি, সার্ভেয়ার ১, স্টোরম্যান ৪, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ১, এয়ারপোর্ট ফায়ার অপারেটর ৮৫, মোটর পরিবহন ফিটার ড্রাইভার ৪, জুনিয়র নিরাপত্তা অপারেটর ৭, পাম্পচালক ও পাম্পমিস্ত্রি ২, ট্রলিম্যান, বেলদার ও বাহক মোট ৩৫টি ও সহকারী বাবুর্চি ১ টি।
গ্রুপ-৯-এর অধীনে বিভিন্ন পদ ও সংখ্যা: টেলিফোন অপারেটর ৫ টি, ড্রাইভার ৩৬, বার্ড স্যুটার ৪, তার কারিগর (ওয়্যারম্যান) ৭, ডেন্টার ১, মাস্টলস্কর ২ ও হেলপার ৮ টি। বেতন গ্রেড: পদভেদে বেতন গ্রেড ৪ থেকে ২০ তম পর্যন্ত।
বয়সসীমা: ২ এপ্রিল ২০২৩ তারিখে প্রার্থীর বয়স সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ বয়সসীমা বিজ্ঞপ্তির ৩ নম্বর কলামের বর্ণনা অনুযায়ী হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা বা শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ১৮-৩২ বছর। এ ছাড়া আবেদনকারীর বয়স ২৫ মার্চ ২০২০ তারিখে সর্বোচ্চ বয়সসীমার মধ্যে থাকলে উক্ত প্রার্থীও আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে এই বিজ্ঞপ্তিতে দেখুন।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: পদভেদে অষ্টম শ্রেণি থেকে মাস্টার্স পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা এবং কিছু পদের জন্য সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা চাওয়া হয়েছে। তা ছাড়া কিছু পদের ক্ষেত্রে জেলা কোটা প্রযোজ্য। বিশেষ নির্দেশনা: নিয়োগ বিজ্ঞপ্তির ৯টি গ্রুপ (গ্রুপ-১, গ্রুপ-২, গ্রুপ-৩, গ্রুপ-৪, গ্রুপ-৫, গ্রুপ-৬, গ্রুপ-৭, গ্রুপ-৮ ও গ্রুপ-৯) রয়েছে। একই গ্রুপের সব পদের পরীক্ষা একই সময়ে অনুষ্ঠিত হবে। যেকোনো গ্রুপের একটি ক্রমিকের (যেমন–গ্রুপ-১-এর ক্রমিক ১-৮ পর্যন্ত যেকোনো একটি) একাধিক পদে আবেদন করার সুযোগ নেই।
আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদন ফি: নবম গ্রেড বা এর বেশি গ্রেডের পদের ক্ষেত্রে ৬০০ টাকা, দশম গ্রেডে ৫০০,১১ থেকে ১২ তম গ্রেডের পদে ৩০০,১৩ থেকে ১৬ তম গ্রেডে ২০০ এবং ১৭ থেকে ২০ তম গ্রেডের পদের ক্ষেত্রে ১০০ টাকা।
আবেদনের সময়সীমা: ২ এপ্রিল সকাল ১০টা থেকে আবেদন শুরু হবে, চলবে ৩০ এপ্রিল বিকেল ৫টা পর্যন্ত।
সূত্র: বিজ্ঞপ্তি
#Civil_aviation_authority_নিয়োগ
#বেবিচক_নিয়োগ
#নিয়োগ_বিজ্ঞপ্তি
#আজকের_চাকরির_খবর
#চাকরির_খবর
#সরকারিনিয়োগ
#আজকের_খবর
#আজকের_চাকরিবার্তা
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: