ও ফুরি কও আমারে বালা পাওনি? || সিলেটী মাইনুদ্দিন || Sylheti Singer Mainuddin || SSS
Автор: বিশ্বাস BISWAS
Загружено: 2020-01-18
Просмотров: 54165
Описание:
এ তো স্বর্গের সুর? এ কি বেহেশতের থেকে এসেছে দুনিয়ায়? অদ্ভুত মায়াবী গান ও অপার্থিব যাদুর সুর, কী চমৎকার গায়কী! দারুন গান, অসাধারণ। এই প্রতিভা রেখে কী সব আবর্জনা যন্ত্রশিল্পীদের দেশের মিডিয়া কাভারেজ দেয়?
ছেলেটির নাম মাইনুদ্দিন। মাইন উদ্দিন। সাহাব উদ্দিন। সিলেটের মাইনুদ্দিন। রাতারগুলের #মাইনুদ্দিন #সিলেটিগান #ওফুরি
ভিডিও করেছেন সাইফ বিন আইয়ব। ২০২০ এর ১৮ জানুয়ারি তিনি তার ফেসবুকে শাহাবুদ্দিনের গানটি প্রকাশ করেন। তার প্রফাইল / thesword.saif
সাইফের ভাষায়।
মাইনুদ্দিন। মাত্র 'তিন ক্লাস' পর্যন্ত পড়াশুনা করে এখন রাতারগুল সোয়াম্প ফরেস্টে নৌকা চালায়। একেক ট্রিপে ৩৫০ টাকা করে পকেটে ঢুকে তার। নৌকার বৈঠা ধরে অশুদ্ধ উচ্চারণ আর উঁচু আওয়াজে শাহাবুদ্দিন যখন গানে টান দিলো তখন পড়ন্ত বিকেল। রাতারগুলের সৌন্দর্য আর তার আঞ্চলিক ও বাউল গানের সুরে আমরা তখন কিছুটা উদাস উদাস...
আসার সময় মাইনুদ্দিন কথা দিয়েছে, সে আবার স্কুলে ভর্তি হবে।।
এমন কত নাম না জানা মাইনুদ্দিন শাহাবুদ্দিন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বাংলাদেশের আনাচে কানাচে তার খোঁজ নিয়েছি আমরা? নির্লজ্জ হয়ে হিন্দি ইংরেজির অশ্লীলতায় আমরা মেতে থাকি। ঘরের সোনার খনি অনাদরে পড়ে থাকে ঘরের কোণে কোণঠাসা হয়ে।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: