পশ্চিমবর্ধমান জেলায় শুরু হলো বইমেলা।
Автор: G Live News
Загружено: 2024-12-30
Просмотров: 27
Описание:
পশ্চিমবর্ধমান জেলায় শুরু হলো বইমেলা।
শুধুমাত্র পশ্চিম বর্ধমান জেলায় নয়, গোটা বাংলায় বাড়ছে বই বিক্রি। একইসঙ্গে বাড়ছে বইপ্রেমীদের সংখ্যাও। বইমেলায় সাধারণ মানুষেরা আগের চেয়ে অনেক বেশি করে আসছেন। রবিবার বিকেলে আসানসোলে পোলো গ্রাউন্ডের পাশে এনসিসি ময়দানে ৮ম পশ্চিম বর্ধমান জেলা বইমেলা ২০২৪-২৫ র উদ্বোধনী অনুষ্ঠানে এমনটাই দাবি করলেন রাজ্যের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিসেবা দপ্তরের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী ও শ্রম, আইন ও বিচার বিভাগের মন্ত্রী মলয় ঘটক। এদিন দুপুরে রাজ্য সরকারের গ্রন্থাগার পরিসেবা অধিকার ও পশ্চিম বর্ধমান জেলা স্থানীয় গ্রন্থাগার কৃত্যকের উদ্যোগে হওয়া এই বইমেলার সূচনা হয় একটি পদযাত্রার মধ্যে দিয়ে। স্কুল পড়ুয়া, বইপ্রেমী ও বুদ্ধিজীবিদের নিয়ে এই পদযাত্রা আসানসোল জেলা গ্রন্থাগার থেকে শুরু হয়ে কোর্ট রোড দিয়ে মেলা ময়দানে এসে শেষ। বইমেলা মঞ্চকে বিদ্রোহী কবি কাজি নজরুল ইসলামের নামে করা হয়েছিলো। সেই নজরুল মঞ্চ থেকে প্রদীপ জ্বালিয়ে দুই মন্ত্রী সহ অন্যান্যরা জেলা বইমেলার উদ্বোধন করেন। মঞ্চে সদ্য প্রয়াত দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিংয়ের ছবি রাখা হয়েছিলো। দুই মন্ত্রী সহ অন্যান্যরা সেই ছবিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এক মিনিট নীরবতা পালনও করা হয়।
#poschim_bardhoman #bookfair #glivenews
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: