আকরাম ভাইয়ের মনে কষ্ট! Beef Price কমালে ক্ষতি নিশ্চিত | Akram Vai Real Talk 4 Nov 2025
Автор: Pura Bangla 2.0
Загружено: 2025-11-04
Просмотров: 14854
Описание:
আজ ৪ নভেম্বর ২০২৫, মঙ্গলবার। আকরাম ভাই বিক্রি করছেন দামুর ও ষাঁড় মিলে দুইটি গরু।
গল্প শুরু হয় মাংসের দাম কমানো নিয়ে—যেখানে উনি খোলাখুলি বললেন,
👉 “গরু কমে কিনতে পারলে আমি কমে দিব, কিন্তু ঢাকার ভেতর গরু আনলে লস হবেই।”
তার মুখে এক অজানা কষ্ট, চোখে পরিশ্রমের ছাপ।
যেভাবে উনি মাংস পরিষ্কার করে বিক্রি করেন, সেই মান বজায় রাখতে হলে দাম কমানো মানে ক্ষতি নিশ্চিত।
তবুও গ্রাহকের জন্য ভাবছেন, বললেন—ঢাকার বাইরে থেকে গরু আনলে কিছুটা কমানো সম্ভব।
📍 লোকেশন: আল্লাহ’r দান মাংসের দোকান, মিরপুর ১১
🎥 চ্যানেল: Pura Bangla
🗓️ তারিখ: ৪ নভেম্বর ২০২৫
👉 ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, বুঝবেন একজন সৎ মাংস ব্যবসায়ী কীভাবে ন্যায়ের পথে থেকেও ক্ষতির ভয় নিয়ে বাঁচেন।
-------------------------------------------------
📢 DISCLAIMER | দায়িত্ব অস্বীকার ঘোষণা
⚠️ এই ভিডিওটি কেবলমাত্র তথ্যভিত্তিক, শিক্ষামূলক এবং সাংবাদিকতামূলক উদ্দেশ্যে তৈরি ও প্রকাশ করা হয়েছে। এখানে প্রদর্শিত কোনো গালিগালাজ, রক্তপাত, তামাকজাত দ্রব্য বা হিংসাত্মক দৃশ্য শুধুমাত্র বাস্তব ঘটনার প্রতিবেদন হিসেবে তুলে ধরা হয়েছে — এই চ্যানেলের উদ্দেশ্য কাউকে আঘাত করা, হেয় করা বা অশালীনতা প্রচার নয়।
🔞 এই ভিডিওটি শিশুদের জন্য নয়। এতে প্রদর্শিত ঘটনাগুলি বাংলাদেশের গ্রামীণ পশুহাট ও মাংস শিল্পের বাস্তবতা তুলে ধরতে চিত্রায়িত হয়েছে। সমস্ত কনটেন্ট ইউটিউবের কমিউনিটি গাইডলাইন অনুসরণ করেই প্রকাশিত হয়েছে।
🛑 আমরা বাংলাদেশের সার্বভৌমত্ব, সংস্কৃতি বা আইনের পরিপন্থী কোনো কনটেন্ট কখনো প্রকাশ করি না। যদি ভুলবশত এমন কিছু প্রকাশিত হয়, আমরা দায় স্বীকার করে তা অবিলম্বে মুছে ফেলব এবং সংশোধন করব। অনুগ্রহ করে এমন কিছু দেখলে আমাদের জানান 👉 [email protected]
📌 যদি আপনার বয়স ১৮ বছরের কম হয়, অনুগ্রহ করে এই ভিডিওটি দেখা থেকে বিরত থাকুন।
✅ #Educational #Informational #BangladeshLivestock #PuraBangla2.0
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: