বেগুন চাষ পদ্ধতি। জেএন্ডএ এগ্রো।
Автор: J&A AGRO
Загружено: 2025-11-17
Просмотров: 6
Описание:
বেগুন চাষ পদ্ধতি।
সহজ ভাষায় বেগুন চাষের পূর্ণ পদ্ধতি দেয়া হলো:
🌱 বেগুন চাষ পদ্ধতি (A–Z Guide):
১) জমি নির্বাচন:
উঁচু বা মাঝারি উঁচু জমি হলে ভালো।
মাটিতে পানি দাঁড়ায় না—এটা খুব জরুরি।
দো–আঁশ বা বেলে–দো–আঁশ মাটি সবচেয়ে ভালো।
🌱 ২) বীজতলা প্রস্তুতি:
প্রথমে আগাছামুক্ত করে নরম মাটি তৈরি করতে হবে।
প্রতি শতকে (৪০×২.৫ ফুট) ২–৩ কেজি করে পচা গোবর মাটি মিশাতে হবে।
বীজতলা ৪ ফুট চওড়া আর লম্বা সুবিধামতো রাখো।
ছত্রাকনাশক (কার্বেন্ডাজিম/মেনকোজেব) ২ গ্রাম প্রতি লিটার পানি দিয়ে মাটি ভিজিয়ে নিলে রোগ কম হবে।
🌱 ৩) বীজ বপন:
প্রতি শতকে প্রায় ৩–৪ গ্রাম বীজ লাগে।
সারিতে সারিতে ১–২ সেমি গভীরে বীজ বপন করবেন।
পাতলা খড়, ছাই বা পাটকাঠি দিয়ে ঢেকে দিবেন।
৭–১০ দিনের মধ্যে চারা গজাবে।
🌱 ৪) চারা পরিচর্যা:
নিয়মিত পানি দিবেন কিন্তু পানি যেন জমে না।
২০–২৫ দিনের চারা রোপণের জন্য উপযুক্ত।
চারা ৫–৬টা পাতা ও মোটা কান্ড হলে রোপণ করতে হবে।
রোপণের একদিন আগে চারা তুলে শিকড় ছাঁটাই করবেন না।
🌱 ৫) জমি প্রস্তুতি ও সার প্রয়োগ:
প্রতি শতকে সার মাত্রা—
পচা গোবর: ৮–১০ কেজি
ইউরিয়া: ২০০–২৫০ গ্রাম
টিএসপি: ২০০–২৫০ গ্রাম
এমওপি: ১৫০–২০০ গ্রাম
জিপসাম: ৫০ গ্রাম
সার গুলো জমি তৈরির সময় মাটির সাথে ভালোভাবে মিশিয়ে দেবেন।
🌱 ৬) চারা রোপণ:
সারি দূরত্ব: ৬০–৭০ সেমি
গাছ দূরত্ব: ৫০–৬০ সেমি
বিকেল বেলায় রোপণ করলে গাছ দ্রুত ঠিক হয়।
🌱 ৭) সেচ ও আগাছা:
৭–১০ দিন পরপর হালকা সেচ দিবেন।
আগাছা হলে তুলে ফেলতে হবে।
গাছ বড় হলে গোড়ায় মাটি তুলে মাটি চাপা দিতে হবে।
🌱 ৮) রোগ–বালাই ও দমন:
ক) পোকামাকড়:
জাবপোকা/সাদা মাছি:
→ ইমিডাক্লোপ্রিড বা অ্যাসাটামিপ্রিড স্প্রে করতে পারেন।
ফলছিদা পোকা:
→ ফেরোমন ট্র্যাপ ব্যবহার করো (১০টা প্রতি বিঘায়)।
খ) রোগ:
কলাপোড়া/ভাইরাস: আক্রান্ত গাছ তুলে ফেলতে হবে।
পাতা দাগ:
→ ম্যানকোজেব বা কার্বেন্ডাজিম স্প্রে করতে হবে।
🌱 ৯) ফুল ও ফল ধরার সময়:
রোপণের ৩০–৪০ দিন পর ফুল আসে।
সঠিক পরিচর্যায় ৬০–৭০ দিন পর ফল সংগ্রহ করা যায়।
🌱 ১০) ফল সংগ্রহ:
বেগুন নরম ও চকচকে দেখালে সংগ্রহ করো।
গাছকে নাড়া না দিয়ে কাঁচি দিয়ে কেটে নিলে ফল ভালো থাকে।
আজকের ভিডিওতে দেখানো হয়েছে বেগুন চাষ পদ্ধতি সম্পর্কে।
J&A AGRO কাজ করে আধুনিক ও প্রাকৃতিক কৃষি প্রযুক্তি কৃষকের দোরগোড়ায় পৌঁছে দিতে।
ভিডিওটি দেখে জানতে পারবেন-
✅ সঠিক সার প্রয়োগ
✅ পোকা ও রোগ দমন পদ্ধতি
✅ যত্নের টিপস
ফেসবুক পেজ লিংক:
/ jandaagro
ইউটিউব চ্যানেল লিংক:
/ @jandaagro
হোয়াটসঅ্যাপ লিংক:
https://whatsapp.com/channel/0029Vb5C...
X (টুইটার) লিংক:
https://x.com/mjewelislam86?s=09
টিকটক (tiktok) লিংক:
/ jandagro
ইন্সটাগ্রাম লিংক:
/ jewel.islam.585
হিকমাহ পেজ লিংক:
https://hikmah.net/@jandaagro
থ্রেটস্ লিংক:
https://www.threads.com/@jewel.islam.585
ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন J&A AGRO চ্যানেল/ পেজটি।
Thanks.
J&A AGRO
I dream my own way.
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: