দুনিয়ার জীবন কেবল বোগ-বিলাস | আখিরাতই আসল জীবন | Islamic Reminder Bangla
Автор: Path of Love & Islam (ভালোবাসা ও ইসলামের পথ)
Загружено: 2025-11-28
Просмотров: 431
Описание:
দুনিয়ার জীবন মানুষকে যতই আকর্ষণ করুক না কেন, আল্লাহ তায়ালা স্পষ্টভাবে বলেছেন—
এই দুনিয়া কেবল বোগ-বিলাস, এক ক্ষণস্থায়ী খেলা, এক পরীক্ষার ময়দান।
এখানকার সুখ যেন মরীচিকার মতো—দেখতে ঝলমলে, কিন্তু কাছে গেলে কিছুই থাকে না।
মানুষ দৌড়ায় সম্পদের পেছনে, সম্মানের পেছনে, বাড়ি-গাড়ির পেছনে;
কিন্তু কখনোই পূর্ণ তৃপ্তি পায় না।
কারণ দুনিয়া তৃপ্তির জায়গা নয়—এটা পরীক্ষা দেওয়ার জায়গা।
যে মানুষ আজ ধনী, কাল হয়তো শয্যাশায়ী।
যে আজ ক্ষমতাবান, কাল হয়তো মাটির নিচে নিঃশব্দে ঘুমাবে।
যে আজ হাসছে, কাল হয়তো কান্নার সাগরে ভাসবে।
দুনিয়ার সবকিছুই বদলে যায়, ক্ষণস্থায়ী, নশ্বর।
আল্লাহ বলেন,
"দুনিয়ার জীবন কেবল খেলা-তামাশা; আর পরকালই হলো সত্যিকার জীবন—যদি তারা জানতো।"
(সূরা আনকাবূত: ৬৪)
মানুষ যদি জানতো,
একটি নামাজ তাকে কিয়ামতের দিনের অন্ধকার থেকে রক্ষা করতে পারে—
তাহলে সে কখনো নামাজ ফেলতো না।
মানুষ যদি বুঝতো,
সামান্য একটি সদকা তাকে জাহান্নামের আগুন থেকে আড়াল করতে পারে—
তাহলে সে কখনো কৃপণতা করতো না।
মানুষ যদি উপলব্ধি করতো,
একটি ভালো কথা, একটি হাসি, একটি ক্ষমা
তাকে জান্নাতের সবচেয়ে উঁচু স্থানে নিয়ে যেতে পারে—
তাহলে সে কখনো কঠোর হতো না।
দুনিয়া যতই আকর্ষণীয় হোক,
আসল সুখ, আসল শান্তি—আখিরাতেই।
এখানকার জীবন মুহূর্তের মতো,
কবরের জীবন অনন্তের প্রথম ধাপ।
যে দুনিয়াকে লক্ষ্য বানায়, সে কখনোই সন্তুষ্ট হতে পারে না।
যে আখিরাতকে লক্ষ্য বানায়, দুনিয়াও তার পায়ের নিচে এসে পড়ে।
Like, Comment & Share করে নসিহত ছড়িয়ে দিন।
আল্লাহ আমাদের দুনিয়া ও আখিরাত দুটিতেই সফল করুন। আমীন।
#IslamicReminder
#BanglaIslamicVideo
#DuniyarJibon
#Akhirat
#IslamicMotivation
#BanglaMotivation
#LifeLessonsIslam
#QuranQuotes
#HadithBangla
#NoshihatBangla
#DuniyarBogBilash
#AkhiraterJibon
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: