সাধারণ মানুষ কারা সবাই রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত। কেওকি নিসার্থ ভোট দিয়েছেন?
Автор: Md Arif
Загружено: 2025-09-17
Просмотров: 34
Описание:
বর্তমান সমাজে "সাধারণ মানুষ" বলে কিছু আছে কি? চারপাশে তাকালেই দেখা যায়, সবাই কোনো না কোনো রাজনৈতিক দলের প্রতি পক্ষপাতদুষ্ট, কেউ প্রকাশ্যে, কেউ বা নিঃশব্দে। এই অবস্থার মধ্যে প্রকৃত সাধারণ মানুষ কোথায়? আর তারা কি আদৌ বৈষম্য থেকে মুক্ত?
রাজনীতিকরণ ও সাধারণ মানুষের স্থানচ্যুতি
রাজনৈতিক দলগুলো আজ শুধু রাষ্ট্র পরিচালনায় সীমাবদ্ধ নেই; তারা নেমে এসেছে সমাজের প্রতিটি স্তরে—মাঠে, মঞ্চে, এমনকি মানুষের ব্যক্তিগত বিশ্বাসেও। এই রাজনৈতিক আগ্রাসনের ফলে সাধারণ মানুষের নিজস্ব মতামতের জায়গাটা ক্রমেই সংকুচিত হয়ে পড়েছে। যারা নিরপেক্ষ থাকার চেষ্টা করে, তারাও চিহ্নিত হয়ে পড়ে "অমুক দলের", "তমুক গোষ্ঠীর" মানুষ হিসেবে।
এই চিহ্নিতকরণ থেকেই শুরু হয় বৈষম্য।
মতের ভিত্তিতে বৈষম্য
একই সমাজে বাস করেও শুধুমাত্র রাজনৈতিক মত বা অবস্থানের কারণে মানুষকে আলাদা চোখে দেখা হয়। কর্মসংস্থান, শিক্ষাপ্রাপ্তি, এমনকি চিকিৎসার ক্ষেত্রেও কখনো কখনো রাজনৈতিক পরিচয় গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। যারা নিরপেক্ষ বা দলবিহীন, তারা পড়ে যায় এক ধরনের অনিরাপদ অবস্থানে। দল আছে বলে কেউ সুযোগ পায়, আর সাধারণ মানুষ থেকে যায় উপেক্ষিত।
বিচারহীনতার বৈষম্য
রাজনৈতিক সংযোগ থাকলে অপরাধ করেও পার পাওয়া যায়—এমন উদাহরণ আমাদের চারপাশে অগণিত। অথচ সাধারণ মানুষ, যার রাজনৈতিক পরিচয় নেই, সে সামান্য ভুলের জন্যও কঠিন শাস্তি পায়। এই বিচারহীনতার সংস্কৃতি সাধারণ মানুষের প্রতি এক নির্মম বৈষম্য তৈরি করে।
সমাজে দ্বিমাত্রিক শ্রেণি: ‘দলীয়’ বনাম ‘সাধারণ’
একটা অদৃশ্য শ্রেণি বিভাজন গড়ে উঠেছে—একদিকে রাজনৈতিক দলের সঙ্গে জড়িত সুবিধাপ্রাপ্ত শ্রেণি, অন্যদিকে সাধারণ মানুষ, যারা শুধুমাত্র নাগরিক অধিকার নিয়েই বাঁচতে চায়। এই বিভাজনের ফলে সাধারণ মানুষ ক্রমেই রাজনীতি ও রাষ্ট্রের মূল প্রবাহ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে।
#politics
#bnpnews
#আওয়ামীলীগসমাবেশ
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: