ভোটার তালিকা হালনাগাদ ২০২৫ || নতুন ভোটার হতে কী কী কাগজপত্র লাগবে?
Автор: Ali technical bangla
Загружено: 2025-01-22
Просмотров: 1462
Описание:
আপনি কি ২০২৫ সালের ভোটার তালিকা হালনাগাদে নতুন ভোটার হতে চান? এই ভিডিওতে আমরা আলোচনা করেছি নতুন ভোটার হওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র এবং আবেদন প্রক্রিয়া সম্পর্কে। সহজ ধাপে ধাপে গাইড পেয়ে যান কিভাবে ভোটার আইডি করতে হয়। ভিডিওটি দেখে জেনে নিন:
https://everify.bdris.gov.bd/
1️⃣ নতুন ভোটার হওয়ার যোগ্যতা।
2️⃣ প্রয়োজনীয় কাগজপত্রের তালিকা।
১) ১৭ ডিজিটের অনলাইনে ডিজিটাল জন্ম নিবন্ধন সনদ।
২) পিতা-মাতা, ভাই-বোন, চাচা, ফুফুর জাতীয় পরিচয়পত্রের কপি।
৩) বিবাহিত হলে নিকাহনামার কপি, স্বামী/স্ত্রীর জাতীয় পরিচয়পত্রের কপি।
৪) সিটি কর্পোরেশনের কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ ও ছবিসহ প্রত্যয়নপত্র।
৫) পিএসসি/সমাপনী, জেএসসি, এসএসসি/সমমান পরীক্ষার সনদের কপি (প্রযোজ্য ক্ষেত্রে)।
৬) স্থায়ী হলে জমির খতিয়ানের কপি, হোল্ডিং ট্যাক্সের কপি, ভূমি খাজনার রশিদের কপি, পুরোনো বিদ্যুৎ বিলের কপি।
৭) অস্থায়ীদের ক্ষেত্রে বাড়ি ভাড়ার রশিদ, ভাড়ার চুক্তিপত্র, বাড়িওয়ালার কোনো পরিচয়পত্র অথবা এনআইডি কপি।
৮) পাসপোর্টের কপি (প্রযোজ্য ক্ষেত্রে), ভিসা কপি, টিকিটের কপি।
০৯) পিতা-মাতা মৃত্যু সনদ অথবা অভিভাবক মৃত্যু সনদ ও উত্তরাধিকার সনদ।
3️⃣ অনলাইনে আবেদন করার পদ্ধতি।
4️⃣ ফরম পূরণ থেকে শুরু করে জমা দেওয়ার পুরো প্রক্রিয়া।
ভোটার আইডি একটি গুরুত্বপূর্ণ নথি, তাই দেরি না করে এখনই আবেদন করুন। ভিডিওটি যদি আপনার কাজে লাগে, তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না!
#ভোটার_তালিকা_হালনাগাদ_২০২৫ #নতুনভোটার #ভোটারআইডি #AliTechnicalBangla
বিবাহিত মেয়েদের ভোটার হতে কি কি লাগে
নতুন ভোটার হতে কি কি লাগে ২০২৫
নতুন ভোটার হতে কি কি লাগে ২০২৫
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: