মদীনার ‘জমজম কূপ’-এর পেছনে আছে এক হৃদয়স্পর্শী ইতিহাস।
Автор: QuickHajj
Загружено: 2025-10-30
Просмотров: 1113
Описание:
মদীনার ‘জমজম কূপ’-এর পেছনে আছে এক হৃদয়স্পর্শী ইতিহাস।
এই কূপের মালিক ছিলেন ফাতিমা বিনতে হুসাইন ইবনে আলী (রহিমাহাল্লাহ), যিনি ফাতিমা রাদিয়াল্লাহু আনহার নাতনি। তাঁর বাড়িটি আজও মদীনার মানুষ ‘বিবি ফাতিমার বাড়ি’ নামে চেনে, যদিও অনেকে ভুল করে একে নবীজি ﷺ–এর কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু আনহার বাড়ি মনে করেন।
একদিন কূপটি পুরোপুরি শুকিয়ে যায়। ফাতিমা (রহিমাহাল্লাহ) কূপের পাশে বসে কেঁদে আল্লাহর কাছে প্রার্থনা করলেন, “হে আল্লাহ, যেমন হাজেরা আলাইহাস সালামকে পানি দিয়েছিলেন, আমাকেও দিন।” মুহূর্তেই কূপের ভেতর থেকে টলমলে পানি ফুঁটে উঠল।
সেই দিন থেকেই মানুষ কূপটিকে ভালোবেসে “মদীনার জমজম” বলে ডাকতে শুরু করে। তাঁদের বিশ্বাস, যেমন হাজেরা আলাইহাস সালামের দু’আয় মক্কায় জমজম সৃষ্টি হয়েছিল, তেমনি নবী পরিবারের এক নারীর দু’আয় মদীনায় এই কূপ জীবিত হয়ে উঠেছিল।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: