টমাটোর জলদি ধসা রোগ নিয়ন্ত্রণ | Disease Management of Early Blight for Tomato Crop
Автор: RFInformationServices
Загружено: 2020-02-28
Просмотров: 706
Описание:
@RFInformationServices
টমেটোতে বিভিন্ন ধরনের রোগের আক্রমণ হয় তার মধ্যে টমেটোর জলদি ধসা বা আর্লি ব্লাইট একটী গুরুত্বপূর্ণ ছত্রাক ঘটিত রোগ এই রোগটি সাধারণত টমেটো গাছে একটু গরম আবহাওয়াতে দেখা যায়। সাধারণত এই রোগের জীবাণু মাটির মধ্যে লুকিয়ে থাকে মাটির সবচেয়ে কাছাকাছি যে পাতা থাকে সেখানে প্রথমে আক্রমণ হয়, গাছের পাতায় প্রথমত বাদামী থেকে কালচে বাদামী দাগ হয় পরবর্তীতে দাগ পরস্পরের সাথে জুড়ে বড় দাগে পরিণত হয় আস্তে আস্তে সমস্ত পাতা শুকিয়ে যায় এবং এই রোগটী আক্রমণ কিন্তু এর পরে ফলেও দেখা যায়। টমেটোর আর একটি রোগ নাবি ধসার সঙ্গে এই জলদি ধসা প্রার্থক্য হল মধ্যে প্যাচানো একটা উপসর্গ থাকে বন্দুকের টার্গেট বোর্ড সেই ধরনের উপসর্গ দেখা যায় এর মাধ্যমে আমরা আলাদা করতে পারি যেটা জলদি ধসা রোগ। তার প্রতিকার হিসেবে বলতে গেলে প্রথমত পরিষ্কার-পরিচ্ছন্ন চাষবাস করতে হবে অর্থাৎ পুরোনো পাতা যেগুলো মাটির কাছাকাছি পৌঁছে গেছে সেগুলো ঠিক সময়ে সেটা তুলে ফেলা যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। সার অতিরিক্ত পরিমাণে অর্থ্যাৎ বেশি বা কম দেওয়া যাবেনা মাটি পরীক্ষার মাধ্যমে সুষম সার প্রয়োগ করতে হবে এবং বীজ শোধন করে গাছ লাগাতে হবে কারণ বীজের মাধ্যমে জীবাণু ছড়াতে পারে পরবর্তীতে যদি গাছে এই রোগ দেখা যায় তখন প্রথমদিকে ডাইথেন M45 ডাইথেন z78 এইগুলো দেওয়া যেতে পারে এবং সিস্টেমিক হিসেবে ব্যাভিস্টিন স্প্রে করতে পারেন।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: