হযরত শাহ্ পরান (রঃ) এর পবিত্র মাজার || সিলেট ||
Автор: Alebele Diary
Загружено: 2023-11-07
Просмотров: 227
Описание:
হযরত শাহ্ পরান (রঃ) ১৪শ শতাব্দীর একজন সুফি সাধক। তিনি ছিলেন হযরত শাহ্ জালাল (রঃ) এর ৩৬০ আউলিয়ার মধ্যে অন্যতম। তার জন্ম ইয়েমেনের হাদ্রামাউত অঞ্চলে। হযরত শাহ্ পরান (রঃ) এর পূর্বপুরুষ মূলত বুখরা শহরের অধিবাসী ছিলেন। বংশসূত্রে হযরত শাহ্ পরান (রঃ) এর পিতা মোহাম্মদও একজন খ্যাতনামা ধার্মিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিলেন। তার বয়স যখন ১১ বছর তখন তিনি তার পিতাকে হারান। পরবর্তীকালে তার আত্মীয় প্রখ্যাত দরবেশ সৈয়দ আহমদ কবিরের কাছে তিনি ধর্ম শিক্ষায় দীক্ষিত হন। সেখান থেকে তিনি আধ্যাত্মিক দীক্ষা লাভে নেশাপুরের বিখ্যাত দরবেশ পাগলা আমিনের শরণাপন্ন হয়ে আধ্যাত্মিক শিক্ষায় দীক্ষিত হন। হযরত শাহ্ জালাল (রঃ) যখন বাংলাদেশে আসেন তখন তিনি তার মামার সহচর্য লাভের আশায় মামার সঙ্গী হন। সম্পর্কে তিনি হযরত শাহ জালাল (রঃ) এর ভাগ্নে। সিলেট বিজয়ের পর হযরত শাহ্ জালাল (রঃ) এর আদেশে তিনি ইসলাম প্রচারে নিজেকে নিয়োজিত করেন। হযরত শাহ্ পরান (রঃ) সিলেটের নবীগঞ্জ, হবিগঞ্জ সহ বিভিন্ন স্থানে ইসলাম প্রচার করেন। পরবর্তীকালে তার অলৌকিক ঘটনা প্রকাশ হলে হযরত শাহ্ জালাল (রঃ) এর নির্দেশে সিলেট শহর থেকে ৬ মাইল দূরে বর্তমান খাদিমনগর এলাকায় ধর্ম প্রচারের উদ্দেশ্যে বসতি স্থাপন করেন। বর্তমান মাজার টিলায় তিনি চিরনিদ্রায় শায়িত হন। মাজারের পশ্চিম দিকের মসজিদটি মুঘল আমলের স্থাপত্যকীর্তিতে নির্মিত। মাজারের দক্ষিনে একতলা বিশিষ্ট দালানটি মহিলা পর্যটকদের জন্য ব্যবহৃত হয়। এই দালানের দক্ষিণে যে ঘর রয়েছে তা বিদেশি পর্যটকদের বিশ্রামাগার হিসেবে ব্যবহৃত হয়। পুকুরটি ওযু ও গোসলের জন্য ব্যবহৃত হয়। প্রতিদিন শত শত পর্যটক আসেন এই মাজার এলাকায়। বর্তমানে এটি একটি পবিত্র ধর্মীয় কেন্দ্র হিসেবে স্বীকৃতি লাভ করেছে।
#হযরত শাহপরান (রঃ) এর পবিত্র মাজার
#travel video
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: