ভবনসহ নানা সমস্যায় জর্জরিত বশোয়া মাধ্যমিক বিদ্যালয় টি | সংকট সমাধান জরুরী | BASHWA SCHOOL | rk news
Автор: RK News24
Загружено: 2023-03-17
Просмотров: 437
Описание:
ভবনসহ নানা সমস্যায় জর্জরিত বশোয়া মাধ্যমিক বিদ্যালয় টি | সংকট সমাধান জরুরী | BASHWA SECONDARY SCHOOL | rk news24
না আছে লাইট না আছে ফ্যান এমনকি নেই কোন ভবন। ফলে বসার মতো নেই কোন জায়গা । আমাদের কষ্ট করে ক্লাসে বসতে হয়। উপরোক্ত বিদ্যালয়ের পরিস্থিতির কথা গুলো আর কে নিউজের ক্যামেরাই এভাবেই তুলে ধরছিলেন, কুষ্টিয়া খোকসা উপজেলার বশোয়া মাধ্যমিক বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীরা। সব মিলে বিদ্যালয়টি নানা সমস্যায় জর্জরিত। ফলে ভাঙ্গা ঘর আর স্বল্প পরিসরের মধ্যে দিয়ে বিদ্যালয়টির পাঠদান কার্যক্রম অব্যাহত রয়েছে। ২০০৯ সালে বিদ্যালয়টি প্রতিষ্টিত হওয়ার পর থেকে আজ অবদি জীর্ণ শির্ণ পরিবেশে চলতে হচ্ছে। এটি প্রত্যান্ত একটি গ্রামীণ জনপদে অবস্থিত।
এরফলে সকল আধুনিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে শিক্ষক শিক্ষার্থীরা।
সরেজমিনে দেখা যায়, বিদ্যালয়টি একটি খোলা পরিবেশে। দুটি ঘর টিনশেড দিয়ে তৈরি। তাও আবার একটি রুমের উপরের টিন শেড নাই। এতে করে খোলা আকাশের নিচে ছাত্র ছাত্রীদের পাঠ দান করতে হচ্ছে। বিষয়টি নিয়ে তুলে ধরেন বিদ্যালয়ের ছাত্রীরা ---------
এদিকে সার্বিক চিত্র তুলে ধরে কথা বলেন,বিদ্যালয়ের শিক্ষক বৃন্দ---------------
=======================================
https://rknews-24.com/
/ rk-news24-10. .
/ @rknews2418
RK NEWS24 এর পক্ষ থেকে সবাই কে জানাই আন্তরিক অভিনন্দন প্রীতি ও শুভেচ্ছা! ইতিহাস ঐতিহ্যময় স্থান অথবা গ্রামীণ সংস্কৃতি এবং আপনার আশেপাশে যে কোন ঘটনার তথ্য উপাত্ত এমনকি মেধাবী সম্পন্ন ব্যক্তির জীবনী বিশ্বের দরবারে তুলে ধরতে কাজ করছ RK NEWS24.RK NEWS24 এর সকল অনুষ্ঠান দেখুন RK NEWS24 YouTube চ্যানেলে অথবা www rknews-24. com অথবা Facebook page Rk NEWS24.সেই সাথে আপনার আশেপাশে নানা ঘটনা , পুরাতন কোন ইতিহাসের সাক্ষী হয়ে আছে এমন কোন স্থান অথবা গ্রামীণ লোক সংস্কৃতি অথবা আপনার পাশের কোন প্রতিভা সম্পন্ন ব্যক্তি অথবা শিল্পীর কথা যদি জানা থাকে তাহলে জানাতে পারেন । কারণ আপনার মহামূল্যবান পরামর্শ দিয়ে চ্যানেলটি নিজস্ব গতি ধরে রাখতে সহযোগিতা করবে। এজন্য আপনার মতামত বা তথ্য প্রদানের জন্য যোগাযোগ করুন। জানানোর মাধ্যম দুটি ইমেইল নাম্বার অথবা মুঠোফোন। ই-মেইল [email protected] মুঠোফোনঃ- 01911-185112 এই নাম্বারে যোগাযোগ করুন ।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: