ঘাড় ব্যথার কারণ ও প্রতিকার | ঘাড় ব্যথার ব্যায়াম ও মুক্তির উপায় | ভিশন ফিজিওথেরাপি সেন্টার
Автор: Vision Physiotherapy Center
Загружено: 2023-08-22
Просмотров: 198
Описание:
ঘাড় ব্যথার কারণ ও প্রতিকার | ঘাড় ব্যথার ব্যায়াম ও মুক্তির উপায় | ভিশন ফিজিওথেরাপি সেন্টার
আপনার ঘাড়ে ব্যথা?
ঘুম থেকে উঠে ঘাড় নাড়াতে বা সোজা করতে পারছেন না?
ঘাড়ে ব্যথা হলে করণীয় কি?
কম বেশি সকলেরই ঘাড়ে ব্যথা হয়, এটা কি কারণে হয় এবং এর প্রতিকার সম্পর্কে আলোচনা।
পেশিতে টান পড়ার কারণেও ঘাড়ে ব্যথা হয়। স্নায়ু সংকোচন, অর্থাৎ ঘাড়ের ভার্টিব্রায় হার্নিয়েটেড ডিস্ক বা হাড়ের উৎস মেরুদণ্ডের কর্ড থেকে বেরিয়ে আসা স্নায়ুর ওপর চাপ পড়ার কারণেও ব্যথা হয়। বিভিন্ন সময় এমনকি বিভিন্ন কারণে আঘাত থেকে এমনটা হতে পারে। রিউমাটয়েড আর্থ্রাইটিস, মেনিনজাইটিস বা ক্যানসারের মতো কয়েকটি রোগের কারণেও হতে পারে ঘাড়ব্যথা।
তবে সব চেয়ে বেশি হয়ে থাকে আমাদের বালিশ এবং শোয়া থেকে, দেখা যায় সারা রাত একই রকম উঁচু বা নিচুঁ বালিশে শুয়ে থাকার কারণে হয়ে থাকে।
রাত শেষে যখন ঘম থেকে উঠার পর দেখা যায় যে, প্রোচন্ড ঘাড়ে ব্যথা, ঘাড় সোজা করতে পারছেন না। এমন যে কোন সমস্যায় আসতে পারে ভিশন ফিজিওথেরাপি সেন্টারে।
ভিশন ফিজিওথেরাপি সেন্টার ২০১৩ সাল থেকে ঢাকায় উত্তরায় সেবা দান শুরু করে । ২০২২ সালে ঢাকা বনানীতে সেবা শুরু করে । বর্তমানে উত্তরা এবং বনানীতে অত্যাধুনিক চিকিৎসা সেবা নিয়ে আপনাদের পাশে আছে ।
ভিশন ফিজিওথেরাপি সেন্টারে আপনি কেন আসবেন ?
বিভিন্ন ধরনের ব্যথা যেমন- কোমর ব্যথা , হাঁটু ব্যথা , ঘাড়ে ব্যথা এবং বাত ব্যথার জন্য রয়েছে আলাদা আলাদা স্পেশাল ইউনিট।
স্ট্রোক , জিবিএস , হেড ইনজুরি , পারকিনসন ডিজিজ সহ নিউরোলজিক্যাল সমস্যা গুলোর জন্য অত্যাধুনিক বিজ্ঞান সম্মত মেশিন এবং হাইলি এক্সপার্ট ফিজিওথেরাপিস্টের সমন্বয়ে স্পেশাল নিউরো রিহ্যাব ইউনিট রয়েছে । আপনি বাসায় বসে নিউরো রিহ্যাব ফিজিওথেরাপি সেবা নিতে পারবেন সহজেই । বাসায় নেওয়ার মত সব ধরনের পোর্টেবল মেশিন আমাদের হোম কেয়ার ইউনিটে রয়েছে ।
মহিলাদের জন্য স্পেশাল চিকিৎসা ব্যবস্থা রয়েছে বিশেষ করে মহিলাদের ঘন ঘন প্রস্রাব সমস্যা , প্রস্রাব ধরে রাখতে না পারা , সিজার পরবর্তী কোমর ব্যথার জন্য মহিলা এক্সপার্ট থেরাপিস্ট এবং অত্যাধুনিক ডিভাইস সমৃদ্ধ পেল্ভিক কেয়ার ইউনিট ।
এছাড়া পুরুষদের সমস্যা যেমন প্র-স্টেট সমস্যা , ই-রেক-টাইল ডিস-ফাংশন এবং দ্রুত বীর্য-পাত সমস্যার জন্য আমাদের রয়েছে অত্যাধুনিক ডিভাইস সমৃদ্ধ বিশেষায়িত পেলভিক কেয়ার ইউনিট ।
যেখানে আপনি পাবেন বিশ্বমানের চিকিৎসা পাওয়ার শতভাগ নিশ্চয়তা ।
আমদের চিকিৎসা পদ্ধতি সমূহ -
১। ম্যানুয়াল থেরাপি
২। থেরাপিউটিক এক্সারসাইজ
৩। শকওয়েভ থেরাপি
৪। ইলেক্ট্রো আকুপাংচার
৫। লেজার থেরাপি
৬। ক্রায়ো থেরাপি
৭। ইলেক্ট্রোম্যাগনেটিক ফিল্ড থেরাপি
৮। পেল্ভিক চেয়ার স্টিমুলেশন
৯ । সব ধরনের ইলেট্রোথেরাপি
#ঘাড়_ব্যথা_হলে_করণীয়
#neckpain
#neckpainreliefexercises
#neckpainexercises
#neckpaintreatment
#neckpainrelief
#ঘাড়_ব্যথা
#ফিজিওথেরাপি
#pain_relief_exercise_Bangla
#ঘাড়_ব্যথার_ব্যায়াম
#সার্ভিকাল_স্পন্ডিলোসিস_ব্যায়াম
#cervicalpain
#cervical
#cervicaltreatment
#cervicalcancer
#cervical_spondylosis
#spondylosis
ধন্যবাদান্তে
ডাঃ মাসুমা খানম সাথী, পিটি
ইনচার্জ ও সিনিয়র ফিজিওথেরাপিষ্ট
ভিশন ফিজিওথেরাপি সেন্টার
উত্তরা, ঢাকা।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: