বৃষ্টির নেশা । দীন মুহাম্মদ । Deen Muhammad । আবৃত্তি : ফারহা মৌরিন মৌ । বাংলা কবিতা আবৃত্তি
Автор: Deen Muhammad Er Kobita
Загружено: 2023-08-13
Просмотров: 77
Описание:
বৃষ্টির নেশা
-----------দীন মুহাম্মদ
সেইযে তোমার সাথে জানালার পাশে বসে
বৃষ্টিতে ভিজেভিজে ভেজার নেশায় ধরলো
এত বছর কেটে গেলো, নেশাটা আজও কাটেনি
তাইতো বৃষ্টি হলেই জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে পড়ি।
তোমার নিঃশ্বাসে আমার পেছনের চুল নড়ে ওঠে
আমার শরীরে শিহরণ জাগে।
বৃষ্টির শব্দের চে সুন্দর ফিসফিস শব্দে কান সজাগ হয়
আমি হৃদয় দিয়ে তোমার কথা শুনতে পাই।
কাধে মমতাময়ী একটা হাতের ছোয়া অনুভব করি
আহ! কী ভালোবাসামাখা ছোঁয়া!মনটা ভরে যায়।
অদ্ভুত সুন্দর একটা গন্ধে ঘরটা ভরে যায়
আমার নাক বারেবারে স্ফীত হয়,গন্ধটা বুক দিয়ে শুঁকি।
পিঠে একটা নরম দেহের মোহনীয় ভার অনুভব করি
হায়! ভারটা যদি সরে না যতো!
উঠানে এলোচুল-ছায়ার সাথে আমার ছায়া হাত ধরে হাঁটে
ছায়াটার সারা শরীর ভিজে যায়,কাপড় দেহে লেপ্টে যায়
আমার ছায়ার শরীর ভিজে যায়,আমিও ভিজে যাই
সর্দি-কাশির ভয় শূন্যে মিলিয়ে যায়
আমার উত্তপ্ত বুক ভিজেভিজে শীতল হয়।
শরৎ-হেমন্ত-শীত-বসন্ত আমার ভালো লাগে না
গ্রীষ্ম আমার মোটেও ভালো লাগে না
নির্দয়া বৃষ্টি কোথায় লুকায়,সহজে দেখা মেলে না
সাথে তুমিও লুকাও কোথায় কে জানে!
আমার চাতক মন বর্ষাকালের অপেক্ষায় বসে থাকে
বর্ষা এলে বৃষ্টিরা ঘনঘন আসে,তুমিও আসো
আমি তোমার ছায়া দেখতে পাই,তোমাকে অনুভব করি।
তোমাকে না পাওয়ার মাঝে এই যে পাওয়া
এ নিয়েই তৃপ্ত থাকার জন্য মনকে বুঝাই
বুকেযে মরুভূমির তৃষ্ণা!এত কমে কি তৃষ্ণা মেটে!!
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: