৩০০ বছরের বজরা শাহী মসজিদ।। Bajra Shahi Mosque EXPLORED Like Never Before!
Автор: Betafaze
Загружено: 2024-11-02
Просмотров: 289
Описание:
নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার বজরা ইউনিয়নের বজরা নামে স্থানে বজরা শাহী জামে মসজিদ অবস্থিত। মুসলিম সভ্যতার এক অনন্য নিদর্শন বজরা শাহী মসজিদ। প্রায় ৩০০ বছর আগের এ মসজিদের নির্মাণশৈলী এখনো বিমোহিত করে চলেছে। নোয়াখালীসহ সমগ্র বাংলাদেশে ইসলাম ধর্ম প্রচারে রয়েছে এর ঐতিহাসিক অবদান।
১৭৪১-৪২ সালে জমিদার আমানুল্লাহ ৩০ একরের একটি জমিতে এক বিশাল দিঘি খনন করে তার পাশে এই আকর্ষণীয় মসজিদটি গড়ে তোলেন। দিল্লির শাহী জামে মসজিদের নকশার অনুকরণে আদল দেওয়া হয়। এ দিঘির পশ্চিম পাড়ে মনোরম পরিবেশে আকর্ষণীয় তোরণ বিশিষ্ট প্রায় ১১৬ ফুট দৈর্ঘ্য, ৭৪ ফুট প্রস্থ এবং প্রায় ২০ ফুট উঁচু তিন গম্বুজ বিশিষ্ট এই ঐতিহাসিক মসজিদ নির্মাণ করেন। এ মসজিদকে মজবুত করার জন্য মাটির প্রায় ২০ ফুট নিচ থেকে ভিত তৈরি করা হয়। মসজিদটি নির্মাণ করতে সময় লেগেছে ২৬ বছর।
মসজিদের গম্বুজ তিনটি। সেগুলো মার্বেল পাথরের তৈরি। মসজিদে প্রবেশের জন্য ধনুকাকৃতির একটি দরজা এবং কেবলার দিকে কারুকার্য খচিত মিহরাব রয়েছে।
মসজিদের নির্মাণকাজ শেষ হলে দিল্লীর শাহেন শাহ বাদশা মোহাম্মদ শাহ মক্কা শরিফের প্রথম খলিফা হজরত আবু বকর সিদ্দিক (রা.) এর সুযোগ্য বংশধর দিল্লির বাসিন্দা বুজুর্গ আলেমে দ্বীন হজরতুল আল্লামা শাহ সুফী হজরত মাওলানা মোহাম্মদ আবু ছিদ্দিকী সাহেবকে ইমাম ও খতিব এবং হজরত আল্লামা মীর সৈয়দ ইমাম উদ্দিন সাহেবকে মুয়াজ্জিন পদে নিয়োগ দিয়ে বজরা পাঠান।
১৯১১ থেকে ১৯২৮ সালের মাঝামাঝি সময়ে বজরা জমিদার খান বাহাদুর আলী আহমদ ও খান বাহাদুর মুজির উদ্দিন আহমদ মসজিদটি ব্যাপকভাবে মেরামত করেছিলেন এবং সিরামিকের মোজাইক দিয়ে সজ্জিত করেছিলেন।
২৯ নভেম্বর ১৯৯৮ থেকে বাংলাদেশ প্রত্নতত্ত্ব বিভাগ বজরা শাহী মসজিদের ঐতিহ্য রক্ষা এবং দুর্লভ নিদর্শন হিসেবে সংরক্ষণের জন্য কাজ করছে।
keyword
বাজরা মসজিদ, ৩০০ বছরের পুরনো মসজিদ, মুঘল স্থাপত্য, বাংলাদেশের ঐতিহ্য, ইতিহাস, কিশোরগঞ্জ বাজরা, পুরনো মসজিদ, ঐতিহাসিক স্থান, বাংলাদেশের ইতিহাস, মসজিদ দর্শন, চট্টগ্রাম মসজিদ, বাংলার ঐতিহ্য, স্থাপত্যশিল্প, মসজিদ ভিডিও, বাংলাদেশের পুরনো মসজিদ, মসজিদ ইতিহাস, বাংলাদেশের প্রাচীন স্থাপত্য
Повторяем попытку...

Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: