বীমা জিজ্ঞাসা পর্ব-৭৩ || Bima Jiggasha || Insurance Ask & Answer Episode-73 ||
Автор: Agrogoti Online TV
Загружено: 2022-07-12
Просмотров: 167
Описание:
বাংলাদেশের প্রথম বীমা বিষয়ক প্রশ্ন ও উত্তর দিয়ে সাজানো অনুষ্ঠান “বীমা জিজ্ঞাসা” প্রতি মাসের শেষ শুক্রবার লাইভ প্রচারিত হয়। তারই ধারাবাহিকতায় গত ২৭/০৫/২০২২ইং তারিখ রোজ শুক্রবার রাত্রি ৮ ঘটিকায় Agrogoti Online TV ফেসবুক পেইজ থেকে সরাসরি সম্প্রচারিত হয়। এই অনুষ্ঠানের মাধ্যমে বীমা বিষয়ক যেকোন প্রশ্ন করতে পারবেন এবং তার সরাসরি উত্তর পাবেন।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অনুমোদন প্রাপ্ত বীমা পেশাজীবীদের সংগঠন Bangladesh Insurance Development Society (BIDS) এর ফাউন্ডার প্রেসিডেন্ট মোঃ মাহমুদুল ইসলাম এর উপস্থাপনায় “বীমা জিজ্ঞাসা” অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ইনস্টিটিউট ফর প্রফেশনাল ভেলপমেন্টের (বিআইপিডি) মহাপরিচালক জনাব, কাজী মোহাম্মদ মোরতুজা আলী।
আমন্ত্রিত অতিথির সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত :
কাজী মোহাম্মদ মোরতুজা আলী, এম.কম, এলএলবি বর্তমানে বাংলাদেশ ইনস্টিটিউট ফর প্রফেশনাল ভেলপমেন্টের (বিআইপিডি) মহাপরিচালক হিসাবে কাজ করছেন। তিনি লন্ডনের চার্টার্ড ইনসিওরেন্স ইনস্টিটিউট (এসিআইআই) এর সহযোগী (পরীক্ষায় কৃতকার্য) এবং নরওয়ে শিপিং একাডেমি অসলো থেকে “পেশাদার শিপিং” বিষয়ে স্নাতক। তিনি প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের প্রধান পরামর্শদাতা এবং প্রধান নির্বাহী হিসাবে দায়িত্ব পালন করেছেন একযুগের অধিক কাল। ১৯৯৫-২০০২ সালে তিনি বাংলাদেশ বীমা একাডেমির পরিচালক (সিইও) ছিলেন। ইতোপূর্বে তিনি বাংলাদেশ শিপিং কর্পোরেশন এর মহাব্যবস্থাপক এবং অগ্রণী ব্যাংকের শাখা ব্যবস্থাপক হিসেবে কাজ করেন।
তিনি বীমা আইন সংস্কার এবং নতুন আইন প্রণয়ণের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক গঠিত “কমিটিতে” বিশেষজ্ঞ সদস্য হিসাবে কাজ করেছেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক গঠিত “মেরিন ইন্স্যুরেন্স দাবি ও মেরিটাইম জালিয়াতি” তদন্তের জন্য সরকার গঠিত কমিটির সদস্য হিসাবেও তিনি কাজ করেছিলেন। কাজী মোহাম্মদ মোরতুজা আলী ADB প্রকল্পের আওতায় পরামর্শদাতা ও “বীমা নিয়ন্ত্রক বিশেষজ্ঞ” এবং WHO এর প্রকল্পে “সামাজিক স্বাস্থ্য বীমা পরামর্শদাত” হিসাবে কাজ করেছেন। বর্তমানে বিশ্বব্যাংকের সহায়তায় বাংলাদেশ বীমা খাত উন্নয়ন প্রকল্পে একজন উপ-পরামর্শক হিসাবে নিযুক্ত আছেন।
তিনি বাহরাইনের মানামায় অবস্থিত “The Accounting and Auditing Organization for Islamic Financial Institutions (AAOIFI)ˮ এর গভর্নেন্স এবং এথিক্স কমিটির সদস্য এবং আর্ন্তজাতিক সমবায় ও মিউচুয়াল ইন্স্যুরেন্স ফেডারেশনের (ICMIF) উন্নয়ন কমিটির সদস্য হিসাবে কাজ করেছেন। তিনি প্রায় দশটি বই এবং আশিটির অধিক নিবন্ধের লেখক।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: