বাবা দিবসের শুভেচ্ছা।
Автор: Green Delta Insurance PLC
Загружено: 2022-06-18
Просмотров: 151
Описание:
কোন অভিমান নেই, তবুও বয়স বাড়ার সাথে সাথে কোথায় যেন একটা দূরত্ব বাড়তে থাকে। কেউ কাউকে কারো চেয়ে কম ভালোবাসি না, তবুও কখনো বলা হয়ে উঠে না।
বাবার সাথে আমাদের সম্পর্কটা কখন যেন এমন হয়ে যায়, বাবাকে যে কথাটা বলবো, সে কথাটাও মাকে দিয়ে বলা হয়৷ তবে চাইলেই কিন্তু বাবাকে বলা যায়। বাবার স্নেহ, শিক্ষা, আদর্শ, ভালোবাসা সব কিছুই আমাদের জীবনে পথচলার অনুপ্রেরণা।
তাই এবারের বাবা দিবসে আসুন জমিয়ে রাখা বা এড়িয়ে যাওয়া সব না বলা কথাগুলো বাবাকে জানাই। বাবাকে জানাই আমাদের শ্রদ্ধা, ভালোবাসার কথা। বাবার বুকেই আমাদের শান্তির আশ্রয়।
বাবার সাথে কাটানো সুন্দর মুহুর্তের ছবি অথবা বাবাকে বলতে চাওয়া কোনো না বলা কথা লিখুন এই পোস্টের কমেন্টে বা আমাদের ইনবক্সে।
সেরা ১০ জন বিজয়ীর জন্য গ্রিন ডেল্টা পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার।
বিশ্ব বাবা দিবসে গ্রিন ডেল্টা পরিবারের পক্ষ থেকে পৃথিবীর সকল বাবার প্রতি রইলো গভীর ভালোবাসা, শ্রদ্ধা ও সম্মান।
সবাইকে বাবা দিবসের শুভেচ্ছা।
#GDIC #fathersday #fathersdaygift #fathersday2022 #happyfathersday #commenttowin #giftfortoptenwinners
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: