বাঁধাকপি ও টমেটো'র সমন্বিত চাষ পদ্ধতি। জেএন্ডএ এগ্রো।।
Автор: J&A AGRO
Загружено: 2025-10-12
Просмотров: 37
Описание:
বাঁধাকপি ও টমেটো'র সমন্বিত চাষ পদ্ধতি।
বাঁধাকপি ও টমেটোর সমন্বিত চাষ পদ্ধতি (Intercropping Method) ধাপে ধাপে সহজভাবে দেয়া হলো:
🪴 ১. জমি নির্বাচন ও মাটি প্রস্তুতি:
মাটি: দোআঁশ বা বেলে দোআঁশ মাটি সবচেয়ে ভালো।
pH: ৬.০–৭.০ এর মধ্যে হলে দারুণ ফলন হয়।
জমি ভালোভাবে চাষ করে মাটিকে ঝুরঝুরে করতে হবে।
প্রতি শতকে (১ শতক = ৪০৩ বর্গমিটার) ৫-৬ কেজি গোবর সার, ৫০ গ্রাম ইউরিয়া, ৭৫ গ্রাম টিএসপি, ও ৫০ গ্রাম এমওপি ব্যবহার করা যায়।
🌿 ২. চারা তৈরির সময় ও রোপণ:
বাঁধাকপি চারা বয়স: ২৫–৩০ দিন। টমেটো চারা বয়স: ২৫–৩০ দিন।
রোপণের সময়: অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত সবচেয়ে উপযুক্ত।
🧩 ৩. রোপণের ধরণ (Intercropping Layout):
✅ এক সারি টমেটো, দুই সারি বাঁধাকপি — এটি সবচেয়ে কার্যকর পদ্ধতি।
বাঁধাকপি গাছের দূরত্ব: ৪৫×৪৫ সেমি, টমেটো গাছের দূরত্ব: ৬০×৬০ সেমি, বাঁধাকপি গাছ মাটির নিচে বেশি খাদ্য নেয়, টমেটো উপরের স্তর থেকে নেয় — তাই প্রতিযোগিতা হয় না।
💧 ৪. সেচ ও আগাছা নিয়ন্ত্রণ:
জমিতে আর্দ্রতা রাখতে হবে কিন্তু পানি জমে থাকা চলবে না। ১০–১২ দিন পরপর হালকা সেচ দিতে হবে।
আগাছা উঠলে হাত দিয়ে তুলে ফেলবে হবে।
🌼 ৫. সার প্রয়োগ সময়সূচি:
প্রতি শতকে সার প্রয়োগ:
সার পরিমাণ ও প্রয়োগের সময়:
ইউরিয়া ২০০ গ্রাম ৩ ভাগে ভাগ করে (রোপণের ১৫, ৩০, ৪৫ দিন পর)
টিএসপি ১৫০ গ্রাম জমি তৈরির সময়
এমওপি ১০০ গ্রাম ২ ভাগে (রোপণের ৩০ ও ৪৫ দিন পর)
🐛 ৬. রোগ ও পোকার দমন:
বাঁধাকপিতে:
পাতা মুড়ানো পোকার আক্রমণ হলে ট্রাইকোডার্মা বা ব্যাসিলাস থুরিনজিনেসিস জাতীয় জৈব কীটনাশক ব্যবহার করতে হবে।
টমেটোতে:
লেট ব্লাইট (পাতা ঝলসানো রোগ) হলে কপার অক্সিক্লোরাইড (৩ গ্রাম/লিটার পানি) স্প্রে করো।
ফল পোকা দমনে ফেরোমন ট্র্যাপ ব্যবহার করা যায়।
🍅🥬 ৭. ফসল তোলার সময়:
বাঁধাকপি: রোপণের ৮০–৯০ দিন পর কাটা যায়।
টমেটো: রোপণের ৭০–৮০ দিন পর থেকে ফল সংগ্রহ শুরু হয়।
🌾 ৮. বাড়তি সুবিধা:
জমির ব্যবহার বাড়ে।
একই সময়ে দুই ফসল থেকে আয় পাওয়া যায়।
পোকা-মাকড়ের আক্রমণ তুলনামূলক কম হয়।
ফেসবুক পেজ লিংক:
/ 1ag2cmvf76
ইউটিউব চ্যানেল লিংক:
/ @jandaagro
হোয়াটসঅ্যাপ লিংক:
https://whatsapp.com/channel/0029Vb5C...
X (টুইটার) লিংক:
https://x.com/mjewelislam86?s=09
ইন্সটাগ্রাম লিংক:
/ jewel.islam.585
হিকমাহ পেজ লিংক:
https://hikmah.net/@jandaagro
থ্রেটস্ লিংক:
https://www.threads.com/@jewel.islam.585
ধন্যবাদান্ত-
মোঃ জুয়েল ইসলাম
প্রতিষ্ঠাতা ও পরিচালক
J&A AGRO/ জেএন্ডএ এগ্রো
আরাজী পলাশবাড়ী, কুড়িগ্রাম।
মোবাইল: ০১৭১২-৭৪৪৬৫৬
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: