Deflux Paediatric Drop | ডিফ্লাক্স শিশুদের ড্রপ | শিশুদের বমির চিকিৎসায় কার্যকরী
Автор: Doctors and Diagnostic BD
Загружено: 2022-05-14
Просмотров: 52440
Описание:
ডিফ্লাক্স পেডিয়াট্রিক ড্রপটি বাজারে নিয়ে এসেছে বেক্সিমকো ফার্মা সিউটিক্যাল লিমিটেড। আর প্রতি ১ মিলি ঔষধ এ আছে ডমপেরিডন বিপি ৫ মিলিগ্রাম।
ছোট শিশুদের সাধারণ একটি সমস্যা হচ্ছে ঘন ঘন ঢেকুর তোলা বা বমি বমি করা।
অনেক সময় ঘুমের মধ্যেও অনেক শিশু বমি করে ফেলে।
এরকম বমি বা বমিবমিভাব জনিত সমস্যা শিশুর নানান কারণে হতে পারে, সেটা পেটে গ্যাস থাকলে বা পেট ফাঁপা থাকলেও এরকম বমি হতে পারে।এ ধরনের পেটে সমস্যা চিকিৎসায় একজন ডক্টর এই ডিফ্লাক্স পেডিয়াট্রিক ড্রপ খাওয়ানোর সাজেস্ট করে থাকেন।
পাকস্থলী হতে খাদ্য উপরে উঠে আসলে এবং বুক জ্বালাপোড়া করলে অথবা পেট ভার অনুভূত হলেও ডিফ্লাক্স ড্রপ খাওয়ানো হয়ে থাকে।
এছাড়া শিশুদের পেটে ব্যথা, পেট ফাঁপা অথবা পায়খানা শক্ত বা রুচি কম থাকলেও এই ডিফ্লাক্স পেডিয়াটিক ড্রপ দারুণ কাজ করে থাকে।
এবার আসুন জানি ছোট সোনামণিদের এ ধরনের পেটের সমস্যায় এই ডিফ্লাক্স ড্রপ কিভাবে খাওয়াতে হয়। #ডিফ্লাক্স পেডিয়াট্রিক ড্রপস অবশ্যই খাদ্যগ্রহণের 15 থেকে 30 মিনিট পূর্বে খাওয়ানো উচিত। আর শিশুদের খাওয়ানোর জন্য এর ভিতরে সুন্দর একটি ড্রপ দেয়া আছে।প্রতিবার সেবনের আগে বোতলটি ঝাকিয়ে নেয়া উচিত।
শিশুদের ক্ষেত্রে দুই থেকে চার মিলি ঔষধ প্রতি 10 কেজিতে ছয় থেকে আট ঘণ্টা পরপর খাওয়াতে হয়। ওষুধের সঠিক ডোজ পেতে অবশ্যই আপনার ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ সেবন করান, কারণ তিনি আপনার শিশুর শারীরিক কন্ডিশন দেখে সঠিক ডোজ নির্ধারণ করে দিতে পারবেন।
#deflux #paediatric drop
deflux drop
deflux baby drop
শিশুদের #বমিরঔষধ
শিশুদের বমির ড্রপ
শিশুর বমি হলে
শিশুর পেট ফাপার ঔষধ
শিশুর বমির ঔষধ এর নাম
শিশুর পেট সমস্যার ঔষধ
ডিফ্লাক্স সিরাপ খাওয়ার নিয়ম
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: