কেন্দ্রীয় আল্লাহ ওয়ালা লীগ। None over-rotten body. Oros Mahfil.
Автор: Internal Bangladesh
Загружено: 2021-08-30
Просмотров: 121
Описание: শীতকালে বাংলাদেশের আনাচে কানাচে ইসলাম ধর্মাবলম্বী সুফিবাদে যারা বিশ্বাস করে তাদের মাজারকে ঘিরে ওরস মাহফিল অনুষ্ঠিত হয় । এমনই একটি ওরস মাহফিল অনুষ্ঠিত হচ্ছে জনাব মোঃ আব্দুর রশিদ শেখ দুলাল ফকির কে উদ্দেশ্য করে । পাশেই তার কবর আছে । আজ তার ১২তম জন্মবার্ষিকী । জনাব আব্দুর রশিদ শেখ দুলাল ফকির কেন্দ্রীয় আল্লাহ ওয়ালা লীগে র সপ্তম কাউন্সিলর ছিলেন । ১৯৩৫ সালে সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকের একটি ধর্মীয় প্ল্যাটফর্ম তৈরি করা হয় যেখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকল মানুষ এক স্থানে আসতে পারে । এই লক্ষ্যে আল্লাওয়ালা লীগ গঠিত হয়েছিল এবং তারা সেই লক্ষ্যে কাজ করে গেছেন । পাশাপাশি ছিল তাদের সুফি সাধনা । এই সুফিবাদের সাধনা হতেই সাধক জীবিত অবস্থায় বলে যান যে তাদের মৃত্যুর পর দেহ পচবে না । তার মৃত্যুর পর যেখানে কবর দেয়া হয় সেই জায়গায় পানি উঠে কবরটি ভেঙ্গে যায় । যার পরিপ্রেক্ষিতে প্রায় ৪০ দিন গত হবার পর এই আব্দুর রশিদ শেখ দুলাল ফকিরের মৃতদেহ কবর থেকে উঠানো হয় এবং দেখা যায় সেখানে আব্দুর রশিদ শেখ দুলাল ফকিরের মৃতদেহ পচেনি । উপস্থিত মানুষদের মধ্যে যারা এখনো বেঁচে আছেন তাদের সাক্ষাৎকার নিয়ে এর সত্যতা পাওয়া যায় ।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: