সার্জারি ছাড়াই শিশুর জন্মগত হার্টের ছিদ্র -এর সফল চিকিৎসা
Автор: Evercare Hospital Dhaka
Загружено: 2024-06-09
Просмотров: 149
Описание:
সাত বছর বয়সী ছোট ছেলে মিনহাজ। জন্মের পর থেকেই তার ঘনঘন ঠান্ডা, জ্বর-কাশি লেগেই থাকতো। এমতাবস্থায় বাচ্চার অভিভাবক স্থানীয় ডাক্তার দেখান, তিনি বাচ্চাটিকে একটি ইকো পরীক্ষা করাতে বলেন এবং পরীক্ষায় দেখা যায় বাচ্চাটির হার্টে জন্মগত ছিদ্র রয়েছে। পরবর্তীতে উনারা এভারকেয়ার হসপিটাল ঢাকা -এর ক্লিনিক্যাল অ্যান্ড ইন্টারভেনশনাল পেডিয়াট্রিক কার্ডিওলজি বিভাগের প্রতিষ্ঠাতা, সিনিয়র কনসালটেন্ট অ্যান্ড কো-অর্ডিনেটর ডা. তাহেরা নাজরীন এর কাছে আসলে উনি পরামর্শ দেন কোন অপারেশন বা সার্জারি ছাড়াই ফ্রি ডিভাইসের মাধ্যমে বাচ্চাটিকে সম্পূর্ণভাবে সারিয়ে তোলা সম্ভব।
ডা. তাহেরা নাজরীন এর অধীনে বাচ্চাটির চিকিৎসা শুরু হয় এবং সার্জারি ছাড়াই ডিভাইসের মাধ্যমে জন্মগত হার্টের ছিদ্র সম্পূর্ণভাবে বন্ধ করে ফেলা হয়। বর্তমানে বাচ্চাটি সম্পূর্ণ সুস্থ এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন বাচ্চাটির মা।
অ্যাপয়েন্টমেন্টের জন্য কল করুন ১০৬৭৮ নাম্বারে বা ভিজিট https://www.evercarebd.com/en/dhaka/s...
#PaediatricCardiology #CongenitalHeartDisease #ASD #VSD #PDA
#Evercarehospitaldhaka #TransformingHealthcare
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: