ভূমি অধিগ্রহন শেষে কাজ শুরু হচ্ছে ভৈরব সেতুর | Bhairab_Bridge_Khulna
Автор: Sujit Bachhar OFFICIAL
Загружено: 2022-07-26
Просмотров: 532
Описание:
দৃশ্যমান হতে শুরু করেছে ভৈরব সেতুর ২ টি পিলার। ভূমি অধিগ্রহণের জটিলতা কেটে গেছে। ১৯ মাসে কাজের অগ্রগতি মাত্র ৩ দশমিক ৬ শতাংশ। যা খুবই হতাশা ব্যঞ্জক। জমি বুঝে পেলেই সেতুর কাজে দ্রুত গতি ফিরবে এমনটি জানিয়েছেন সেতুর ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রকল্প কর্মকর্তা ইঞ্জিনিয়ার এস এম নাজমুল ইসলাম।
এদিকে দীর্ঘসূত্রীতার পর শনিবার (২৩ জুলাই) সেতুর দিঘলিয়া অংশের ভূমির মালিকদের জেলা প্রশাসকের কার্যালয়ের এল এ (সাধারণ) শাখা থেকে ধারা ৭ এর ১নং উপধারায় দ্রষ্টব্য এল এ ( সাঃ) কেস নং ০৫/২০২)২০২১-২২ তাং ২১/০৭/২০২২ নোটিশ প্রদান করা হয়। নোটিশে উল্লেখ করা হয় স্থাবর সন্মত্তি অধিগ্রহণ ও হুকুম দখল আইন ২০১৭ (২০১৭ সালের ২১ নং আইন) এর ৭ ধারা মোতাবেক নোটিশ প্রদান করা যাইতেছে যে, সরকার ভৈরব নদীর উপর সেতু নির্মাণ শীর্ষক প্রকল্পের জন্য উক্ত এলাকার জমি অধিগ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করিবার এবং উহার দখল গ্রহণ করিবার মনস্থ করিয়াছে। ২৮/০৭/২০২২ ইং তারিখে জেলা প্রশাসকের কার্যালয়ে নোটিশ প্রদানকৃত জমির মালিকদের সকল দলিলাদি / কাগজপত্র নিয়ে উপস্থিত থাকার জন্য নোটিশে উল্লেখ করা হয়। জেলা প্রশাসকের পক্ষে ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মোহান্মদ আল মামুন নোটিশে স্বাক্ষর করেন।
I will show #sujit_bachhar_official, #bhairab_bridge_latest_news, #bhairab_bridge, #khulnacity, #khulna, #khulna_vlog, #khulna_rupsha_bridge, #rupsha_bridge_khulna, #khulna_travel, #travel_khulna, #khulna_bangladesh, #khulna_bhairab_bridge_latest_update_news, #khulna_district, #khulna_division, #beautiful_khulna, #bhairab_setu, #khulna_blog,
You watch #bhairab_railway_bridge, #khulna_market, #bhairab_setu, #khulna_gollamri_setu, #natutal_khulna, #khulna_shipyard, #bhairab_railway_bridge, #khulna_new_market, #khulna_ship_yeard, #khulna_koyra_news, #khulna_dram_bridge
৭ ধারা নোটিশ প্রদানের মাধ্যমে সেতুর দিঘলিয়া অংশে ভূমি অধিগ্রহণের জটিলতার অবসান হলো। এরপরন ২৮ জুলাইয়ের পর ৮ ধারা নোটিশ প্রদানের মাধ্যমে ভূমির মালিকদের অধিগ্রহণের পাওনাদি পরিশোধ করে সেতু নির্মাণকারী ঠিকাদারী প্রতিষ্ঠানকে ভূমির লে আউট বুঝিয়ে দেওয়া হবে এমনটি জানালেন অতিরিক্ত জেলা প্রশাসক ( এলএ) শাহানাজ পারভীন।
আগামী ২/১ দিনের মধ্যে সেতুর পশ্চিম পাশের রেলিগেট থেকে মহসিন মোড় পর্যন্ত ব্যক্তিমালিকানাধীন ভূমির মালিকদের ৪ ধারা নোটিশ প্রদান করা হবে। আর রেলওয়ের জায়গা ভৈরব সেতু নির্মাণের লক্ষ্যে বাংলাদেশ রেলওয়ে থেকে খুলনা সড়ক ও জনপথ বিভাগ (সওজ) এ হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
স্বপ্নের পদ্মা সেতুর সুফল ইতিমধ্যে খুলনাবাসী পেতে শুরু করেছে। এখন ভৈরব সেতুর সুফল পেতে অধীর আগ্রহে অপেক্ষা করছে খুলনাবাসী। নানান জটিলতা আর গুজবের মধ্য দিয়ে ভূমি অধিগ্রহণ ছাড়া গত বছরের ২৪ মে সেতুর পূর্ব সাইড দিঘলিয়া উপজেলার দেয়াড়া ইউনাইটেড ক্লাব সংলগ্ন সরকারি খাস জমির উপর (ঈদগাহের মধ্যে) ২৫ নং পিলারের টেস্ট পাইলিং এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় ভৈরব সেতুর নির্মাণ কাজ। এরপর পর্যায়ক্রমে ২৪ নং পিলার এবং ভৈরব নদীর পশ্চিম তীরে সরকারি খাস জমির উপর ১৩ নং পিলারের পাইলিং কাজ শুরু হয়। এরপর চলতি বছরের ৩০ মার্চ ২৪ নং পিলারের পাইল ক্যাপ ঢালাই এর কাজ সম্পন্ন হয়। এর ১০ দিন পর ১০ এপ্রিল ২৫ নং পিলারের পাইল ক্যাপ ঢালাইয়ের কাজ সম্পন্ন হয়। এবং ২০ এপ্রিল ১৩ নং পিলারের পাইল ক্যাপ ঢালাইয়ের কাজ সম্পন্ন হয়।
#sujit_bachhar_official #bhairab_bridge_latest_news
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: