কাদিয়ানী সুন্দর মহিলা মহিলাকে বিয়ে করা যাবে না : শফি
Автор: News Narayanganj
Загружено: 2020-02-01
Просмотров: 10903
Описание:
প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে হেফাজতে ইসলামের আমীর আল্লামা আহমদ শফি বলেন, প্রধানমন্ত্রীকে একটি কথা বলছি। আগেও অনেক মানুষের মাধ্যমে জানিয়েছে যে কাদিয়ানীকে সরকারি ভাবে অমুসলিম ঘোষণা করেন। সরকারি মানুষ এখানে আছেন। আপনারা গিয়ে প্রধানমন্ত্রীকে বলেন যেন অতিসত্ত্বর কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করে। আপনি যদি মুসলমান হন, সত্যিই যদি আপনি মুসলমান হন তাহলে কাদিয়ানিদের অতিসত্ত্বর কাফের ঘোষণা করেন। নাহলে এই দেশ কি হবে জানি না। প্রধানমন্ত্রী আপনি দেশের ১৬কোটি মুসলমান সবাইকে জিজ্ঞেস করেন। সবাই এক মত। কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করেন তবে আমরা আপনার সাথে থাকবো। না হলে আমরা থাকবো না।
১ ফেব্রুয়ারি শনিবার বিকেলে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে কাদিয়ানীদের সরকারি ভাবে কাফের ঘোষণা করার দাবিতে আন্তর্জাতিক মজলিসে তাহাফ্ফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে আয়োজিত মহাসম্মেলনে তিনি এসব কথা বলেন।
উপস্থিত মুসল্লীদের উদ্দেশ্যে তিনি বলেন, এতক্ষণ পর্যন্ত শুধু নবীর (সা:) এর পর কোনো নবী আসবে না এইটা বলা হয়েছে। এইটার সাথে একটা কথা বুঝেন। নবী (সা:) আমাদের শেষ নবী। আমাদের নবী মোহাম্মদ (সা:) কে যারা খাতুমুন নবী মানবে না তাঁরা কাফের। আর যারা তাঁদেরকে কাফের মানে না তাঁরাও কাঁফের। মনে রাখবেন এদেরকে মুসলমানের কবরস্থানে দাফন করা যাবে না। কাদিয়ানীদের সাথে আত্মীয়তা করা যাবে না। সুন্দরী মহিলা দেখে তাঁদের মহিলাকে বিয়ে করা যাবে না।
Bangla news portal service from Narayanganj. News Narayanganj: 24x7 Populer Bangla News Service from Narayanganj City
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: