টপ ছাদের পানি নিষ্কাশন পদ্ধতি || Roof Slab RC Pad Casting Process in Bangla in 2023 ||
Автор: Civil Engineering and Building Construction
Загружено: 2023-10-04
Просмотров: 92
Описание: RC pad মূলত টপ ছাদ হতে বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশনের জন্য দেয়া হয়।এটা ছাদের স্থায়িত্বতা বাড়ায় এবং রিপেয়ার খরচ কমিয়ে দেয়।এর গড় থিকনেস ৩". মালামাল হিসাবে পিকেট ইটের ৩/৪" ডাউন গ্রেড খোয়া,লোকাল বালু এবং PCC সিমেন্ট ব্যবহার করা হয়।রেশিও ১:২:৪ হতে ১:৩:৬ পর্যন্ত দেয়া যায়। রড হিসাবে ৮ মিমি ৮" পরপর,১০ মিমি ১০" এবং ১২ মিমি ১২" পরপর ছাদের উভয় দিকে বিছিয়ে নেয়া যাবে।রড বিছানোর আগে ছাদের পুরাতন মশলা উঠিয়ে পরিষ্কার করে ভালভাবে চিপিং করে নিতে হবে।ওয়াটার লেভেল ফিক্সড করতে হবে যেন স্লোপ ঠিক রাখা যায়। সঠিক রেশিও তে মশলা মিক্সিং করে সটিক ডিরেকশন অনুযায়ী ঢালাই কাজ শুরু করে শেষ করতে হবে।ঢালাই এর উপরে NCF দিতে হবে।পাইপের মুখ বন্ধ করে ২/৩ সপ্তাহ কিউরিং করতে হবে।এভাবে স্লোপ ছাদ নির্মাণ করা হয়।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: