স্যার জগদীশচন্দ্র বসু | Sir Jagadish Chandra Bose | Documentary | Udvash-Unmesh
Автор: উদ্ভাস-উন্মেষ শিক্ষা পরিবার
Загружено: 2022-07-29
Просмотров: 1790
Описание:
#স্যার_জগদীশচন্দ্র_বসু #Sir_Jagadish_Chandra_Bose #Documentary #udvash-unmesh
স্যার জগদীশচন্দ্র বসু ১৮৫৮সালের ৩০ নভেম্বর ময়মনসিংহে জন্মগ্রহণ করেন । তিনি ছিলেন একজন বাঙালি পদার্থবিদ, উদ্ভিদবিদ, জীববিজ্ঞানী এবং প্রথম কল্পবিজ্ঞান রচয়িতা। তার গবেষণার ফলে উদ্ভিদবিজ্ঞান শাখা সমৃদ্ধ হয়ে ওঠে এবং ভারতীয় উপমহাদেশে ব্যবহারিক ও গবেষণাধর্মী বিজ্ঞানের সূচনা হয় তার হাত ধরে।
তাঁর উল্লেখযেযাগ্য আবিষ্কারের মধ্যে রয়েছে মাইক্রোওয়েভ রিসিভার ও ট্রান্সমিটারের উন্নয়ন, এবং ক্রেসকোগ্রাফ যন্ত্র যা দিয়ে গাছের বৃদ্ধি নিখুঁতভাবে পরিমাপ করা যায়। তিনিই প্রথম অনুধাবন করেছিলেন ক্যাবল বা তারের সাহায্য ছাড়াও কমিউনিকেশন সিগন্যাল এক স্থান থেকে আরেক স্থানে পাঠানে যায় ।
স্যার জগদীশ চন্দ্র বসু কলকাতার ১৮৭৫ সেন্ট জেভিয়ার্স স্কুল থেকে এন্ট্রান্স এবং ১৮৭৯ সালে সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক পরীক্ষায় উত্তীর্ণ হন। ১৮৮৪ সালে তিনি লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে পদার্থ বিজ্ঞানে বিএসসি ডিগ্রী লাভ করেন ।
১৮৯৪ সালে তিনি বৈদ্যুতিক তরঙ্গের ওপর তার গবেষণা শুরু করেন । এর ফলস্বরূপ ১৮৯৬ সালে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর অব সায়েন্স উপাধি প্রদান করা হয়।
১৮৯৯ থেকে ১৯০৭ সাল পর্যন্ত তিনি জীব ও জড়বস্তুর প্রতিক্রিয়ার ওপর গবেষণা করেন । ১৯১৬ সালে ব্রিটিশ সরকার তাকে নাইট উপাধিতে ভূষিত করে। তিনি ১৯২০ সালে রয়্যাল সোসাইটি অব লন্ডনের ফেলো নির্বাচিত হন এবং ১৯২৭ সালে ভারতীয় বিজ্ঞান কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন ।
জগদীশ বসুর ইংরেজি রচনাবলীর মধ্যে Responses in the Livings and Non-living (1902), Plant Responses as a means of Physiological Investigations (1906), প্রভৃতি উল্লেখযোগ্য । Collected Physical Papers (1927), Growth and Tropic Movement in Plants (1929)
১৯৩৭ সালের ২৩ নভেম্বর এই অসামান্য বিজ্ঞান প্রতিভার জীবনাবসান ঘটে ।৷ স্যার জগদীশচন্দ্র বসু একজন বাঙালি হয়ে বিজ্ঞানে যে অবদান রেখে গেছেন তা থেকে পৃথিবীর সব মানুষই উপকৃত হচ্ছে । পদার্থবিজ্ঞান ও উদ্ভিদবিদ্যায় তার গভীর অবদান শুধু বাঙালির ইতিহাসে নয়, বিশ্ব ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে ।
*Follow us on*
Our Channel Verified by
► https://www.dmca.com/r/lqjk5zd
Website :
►►►http://udvash.com
►►►https://unmesh.com
**উদ্ভাস Facebook Page: ► / udvash
**উন্মেষ Facebook Page: ► / unmeshpage
Instagram
► / udvash_unmesh
Linkedin
► / udvashunmesh
Thanks For Watching.
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: