মাছ চাষে চুনের গুরুত্ব। পুকুরে দুইভাবে চুন প্রয়োগ করার নিয়ম ও পদ্ধতি। পানির দূষিত গ্যাস দূর করে ।
Автор: Fish View BD
Загружено: 2022-03-16
Просмотров: 95
Описание:
মাছ চাষে চুনের গুরুত্ব। পুকুরে দুইভাবে চুন প্রয়োগ করার নিয়ম ও পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জেনে নিন,,,,
সম্মানিত মৎস্যচাষী ভাই ও বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল মাছ চাষী ভাইয়েরা এই ভিডিওটি দেখেছেন তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন
পুকুরে দুই ভাবে চুন প্রয়োগ করা যায় 1 পুকুরে থাকা পানির উপরে চুন প্রয়োগ করা যায় অথবা পুকুর শুকিয়ে নিচের কাদা মাটির উপর চুন প্রয়োগ করা যায় তবে নিচের কাদা মাটির উপর বা পুকুরের চারপাশের চুন প্রয়োগ করলে তখন চুনের পরিমাণ বাড়াতে হবে। এবং পানির উপরে চুন প্রয়োগ করলে নির্দিষ্ট পরিমাণে প্রয়োগ করতে হবে। যাতে পানিতে থাকা সকল প্রকার মাছের কোন প্রকার ক্ষতি না হয়। চুন প্রয়োগের কারণ হলো পানিতে থাকা সকল প্রকার জীবাণু ধ্বংস করে নিচের স্তরের অথবা পানিতে থাকা বিষাক্ত গ্যাস দূর করে খাবার প্রয়োগের কারণে পানির যখন বারি হয়ে যায় অথবা অধিক পরিমাণে পানি ঘন বা সবুজ' বর্ণ ধারণ করে তখন পানিতে চুন প্রয়োগ করতে হয়। আরও সহজভাবে বলা গেলে বলা যায় পুকুরের পানি যখন দুর্গন্ধ বের হয় তখন চুন প্রয়োগ করতে হয়।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: