তারাশিস গঙ্গোপাধ্যায়ের 2023 সালের দ্বিতীয় আধ্যাত্মিক অধিবেশন। পরিচালনায় শরণাগত সম্প্রদায়।
Автор: Tarashis Gangopadhyay Official
Загружено: 2023-02-11
Просмотров: 338
Описание: আজকে ১০ই ফেব্রুয়ারি ২০২৩ এ আমাদের শরণাগত সম্প্রদায়ের দীর্ঘ সোয়া ঘন্টাব্যাপী অধিবেশন হল। শুরুতে তনয়া কয়াল,শ্যামলিমা সরকার ও শ্রাবস্তী নন্দী (তিথি) শরণাগত সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা তারাশিস গঙ্গোপাধ্যায় দাদার তিনটি ভক্তিগীতি পরিবেশন করলেন খুব সুন্দরভাবে। শ্রুতি ব্যানার্জি পাঠ করলেন তারাশিস দাদার অনন্তের জিজ্ঞাসার গীতা তত্ব পর্ব থেকে। তারপর তারাশিস গঙ্গোপাধ্যায় দাদা করালেন আধঘন্টার উপর guided meditation। প্রায় ৫০ জন মত ভক্ত আজকে এসেছিলেন google meetএর এই অধিবেশনে। খুব সুন্দরভাবে অনুষ্ঠান সঞ্চালনা করলেন অর্পণ রায়। গোপালের কৃপায় আজকের অধিবেশন সকলেরই খুব ভাল লেগেছে। তাই অনুষ্ঠানের রেকর্ডিং সবার জন্য পরিবেশিত হল।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: