🕌 রাইয়ান গেট – রোজাদারদের জন্য জান্নাতের বিশেষ দরজা।
Автор: Khairul kalam
Загружено: 2025-03-21
Просмотров: 347
Описание:
রাসুলুল্লাহ ﷺ বলেছেন—
❝জান্নাতে একটি দরজা আছে, যার নাম রাইয়ান। কিয়ামতের দিন এই দরজা দিয়ে শুধুমাত্র রোজাদারগণ প্রবেশ করবে। তাদের ছাড়া অন্য কেউ এতে প্রবেশ করতে পারবে না। বলা হবে: ‘কোথায় সেই রোজাদারগণ?’ তখন তারা উঠে দাঁড়াবে। যখন তারা প্রবেশ করবে, তখন দরজাটি বন্ধ করে দেওয়া হবে এবং আর কেউ এতে প্রবেশ করতে পারবে না।❞
📖 (সহিহ বুখারি: 1896, সহিহ মুসলিম: 1152)
💠 রাইয়ান গেট কাদের জন্য?
✅ যারা আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখে
✅ যারা তাকওয়া ও ধৈর্য ধারণ করে
✅ যারা রোজার হক আদায় করে
🔹 আল্লাহ বলেন:
❝নিশ্চয়ই মুত্তাকিদের জন্য রয়েছে জান্নাতে নিরাপদ আবাসস্থল। বাগ-বাগিচা ও ঝর্ণাধারা, সেখানে তারা থাকবে স্থায়ীভাবে...❞
📖 (সূরা আদ-দাখান: 51-55)
💙 আল্লাহ আমাদের সবাইকে রাইয়ান দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করার তৌফিক দিন! আমিন। 🤲
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: