খাঁটি নারিকেল তেল | নারিকেল তেল তৈরির সহজ উপায় | pure coconut oil
Автор: Es Kitchen
Загружено: 2020-08-07
Просмотров: 289
Описание:
খাঁটি নারিকেল তেল | নারিকেল তেল তৈরির সহজ উপায় | pure coconut oil
চুল ও ত্বকের যত্নে নারিকেল তেলের ব্যবহার সেই আদিকাল থেকে।
বর্তমানে ডায়েটের জন্য বুলেট কফি তৈরির ক্ষেত্রে নারিকেল তেলের ব্যবহার ব্যপক হারে বৃদ্ধি পাচ্ছে।
তাই #খাঁটি নারিকেল তেলের চাহিদাও অনেকাংশে বেড়ে গিয়েছে।
আপনাদের সুবিধার্থে পুরো প্রস্তুুতপ্রণালী ধাপে ধাপে লিখছি।
উপকরণঃ ৫টি নারিকেল
প্রস্তুুতপ্রণালীঃ
ধাপ -১
৫ টি #নারিকেল ভেঙে,পাতলা করে কেটে নিতে হবে।
ধাপ-২
কেটে রাখা নারিকেল এর ১/২ অংশ জুসারে দিয়ে দেব ও ৩ কাপ কুসুম গরম পানি দিয়ে ব্লেন্ড করে নেব।একইভাবে বাকিটুকুও ৩ কাপ কুসুম গরম পানি দিয়ে ব্লেন্ড করে নেব।এখন একটি পাতলা পরিষ্কার কাপড় দিয়ে নারিকেলের রস ছেঁকে নেব।
সবটুকু রস ভালোভাবে নিয়ে ব্লেন্ড করে রাখা নারিকেলগুলেো আবারও ২ কাপ কুসুম গরম পানি দিয়ে ব্লেন্ড করে নেব।একইভাবে আবারও ছেকে নেব।
এখন সবটুকু রস ঢাকনা দিয়ে ঢেকে নরমাল ফ্রিজে রেখে দেব ১০ ঘন্টার জন্য।
১০ ঘন্টা পর নামিয়ে ২ টি ঝাঁজরি দিয়ে উপরের জমে থাকা আবরণটি একটি পাতিলে নিয়ে নেব।
ধাপ -৩
পাতিলটি চুলায় দিয়ে একটু পর পর তেল নেড়ে দিতে হবে।২৫ মিনিট (আপনাদের কম বা বেশি সময় লাগতে পারে) পর সব তেল বের হয়ে আসলে নামিয়ে ঠান্ডা করে নেব।
এখন একটি ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নেব।
৫ টি নারিকেল থেকে ২৫০ মিলি #তেল হয়েছে।
খাঁটি ও নিজের তৈরি নারিকেল তেল ব্যবহার করতে চাইলে অবশ্যই চেষ্টা করবেন।
Channel name:Esha's Kitchen
Channel link:
/ @eskitchen9990
Facebook link: / eshas.kitchen.39
Page link:
/ eshas-kitchen-100922268355688
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: