14 September 2025
Автор: A Plus Tv Bangla
Загружено: 2025-09-14
Просмотров: 7
Описание:
চকরিয়ায় অবৈধ ক্লিনিক-ডায়াগনস্টিক ও ফার্মেসীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
নিজস্ব প্রতিবেদক
কক্সবাজারের চকরিয়ায় স্বাস্থ্যসেবায় নৈরাজ্য ঠেকাতে উপজেলা প্রশাসনের বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। রোববার (১৪ সেপ্টেম্বর ২০২৫) বিকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রূপায়ন দেব এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান চালানো হয়।
অভিযানে উপজেলার বিভিন্ন বেসরকারি ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও ফার্মেসীতে প্রবেশ করে নথিপত্র যাচাই, পরিবেশ পরীক্ষা এবং ঔষধের মান নিয়ন্ত্রণে তদারকি করা হয়। এসময় মো: রফিকুল ইসলাম (৩৫) নামের একজনকে আটক করে দণ্ডবিধি ১৮৬০ এর ২৯১ ধারায় এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়।
অনিয়মে জরিমানা
অভিযানকালে লাইসেন্সবিহীন প্রতিষ্ঠান পরিচালনা, অপরিষ্কার ও অস্বাস্থ্যকর পরিবেশ, চিকিৎসা যন্ত্রপাতির অব্যবস্থাপনা এবং মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার অভিযোগে কয়েকটি প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালত জরিমানা করে। এর মধ্যে—
এভারগ্রীন হাসপাতালকে ৫০ হাজার টাকা
ল্যাব হাউজ প্যাথোলজি ১০ হাজার টাকা
হিলসাইড প্যাথোলজি ল্যাব ১০ হাজার টাকা
হাসান ডেন্টাল কেয়ার ৫ হাজার টাকা
এল কে ফার্মেসি ৫ হাজার টাকা
হুমায়ুন ফার্মেসি ২ হাজার টাকা
মোট জরিমানার পরিমাণ দাঁড়ায় ৮২ হাজার টাকা।
অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট রূপায়ন দেব বলেন, “স্বাস্থ্যসেবা মানুষের জীবন ও মৃত্যুর সাথে সম্পর্কিত একটি গুরুতর খাত। এখানে অনিয়ম-অব্যবস্থাপনা বা বেআইনি কার্যক্রম কোনোভাবেই সহ্য করা হবে না। নিয়মিত তদারকির অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
এ সময় স্থানীয় সচেতন মহল প্রশাসনের এ পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেন, দীর্ঘদিন ধরে অনেক ফার্মেসি ও ডায়াগনস্টিক সেন্টার বিনা লাইসেন্সে ব্যবসা চালাচ্ছিল। এতে সাধারণ মানুষ প্রতারিত হচ্ছিল। তারা আশা প্রকাশ করেন, নিয়মিত তদারকির মাধ্যমে এ ধরনের স্বাস্থ্যঝুঁকির জায়গাগুলো চিহ্নিত হয়ে প্রতিকার আসবে।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: