চট্টগ্রামের রাউজানে এক যুবলীগ নেতার নেতৃত্বে একটি ইটভাটায় হামলা চালিয়ে নগদ তিন লাখ টাকা লুট।
Автор: Samachar BD News
Загружено: 2024-12-25
Просмотров: 8
Описание:
চট্টগ্রামের রাউজানে এক যুবলীগ নেতার নেতৃত্বে একটি ইটভাটায় হামলা চালিয়ে নগদ তিন লাখ টাকা লুট করে নেওয়ার অভিযোগ উঠেছে। হামলায় ইটভাটার কয়েকজন শ্রমিক আহত হয়েছেন। গতকাল রোববার রাতে রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের আলীরখীল এলাকায় আরবিএম নামের একটি ইটভাটায় এ ঘটনা ঘটে। ওই ইটভাটার মালিক শহীদ উল্লাহ বাদী হয়ে থানায় মামলা করেছেন। অভিযুক্ত যুবলীগ নেতার নাম আজিজ উদ্দিন। তিনি উপজেলা যুবলীগের সহ-সম্পাদক। তাঁকে মামলায় ১ নম্বর আসামি করা হয়েছে। এ ছাড়া সাতজনের নাম উল্লেখ করে মামলায় আরও পাঁচ-সাতজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।
মামলায় উল্লেখ করা হয়, আজিজ উদ্দিনের নেতৃত্বে ১০ থেকে ১২ জন সশস্ত্র সন্ত্রাসী রাত সাড়ে নয়টার দিকে ইটভাটাটিতে গিয়ে হামলা-ভাঙচুর শুরু করেন। এ সময় ইটভাটার চার পাচজন শ্রমিক আহত হয়েছেন। ইটভাটার ক্যাশবাক্স থেকে তাঁর তিন লাখ টাকা ছিনিয়ে নেন। এ ছাড়া তিনটি মুঠোফোনও লুট করে নিয়ে যাই। একপর্যায়ে শ্রমিকেরা ধাওয়া দিলে সন্ত্রাসীরা তাঁদের একটি মুঠোফোন এবং একটি সিএনজিচালিত অটোরিকশা ফেলে রেখে পালিয়ে যান। পরে পুলিশ গিয়ে অটোরিকশাটি জব্দ করে।
জানতে চাইলে ইটভাটাটির মালিক এস এম শহীদ উল্লাহ বলেন, আজিজ উদ্দিন ১ ডিসেম্বর তাঁর কাছে এক কোটি টাকা চাঁদা দাবি করেন। কয়েক দফা ফোন করে চাঁদা না পেয়ে তাঁকে হত্যার হুমকি দেন আজিজ বাহিনীর প্রধান আজিজ। হুমকির বিষয়ে তিনি রাউজান থানায় লিখিত অভিযোগ করেছিলেন
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: