গাছপালার লিঙ্গের ধরন কেমন। @amar_diaryr_pata
Автор: Blogger Kanika Barman
Загружено: 2022-12-29
Просмотров: 18
Описание:
গাছপালা নিয়ে কিছু কথা আজ ভিডিওতে প্রকাশ করলাম।স্ত্রী পুরুষ গাছ ভেদে কী ধরনের বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় তাই নিয়েই আজকের উপস্থাপন। যা মনের আবেগঘন মুহূর্তকে প্রশ্রয় দিয়ে জীবনকে অন্ধকারে ঢেকে দেয়। আজও আমার মনকে অন্যজগতে বিচরণ করার সুযোগ দেয়। ।সেইসব মধুর মুহূর্তের টুকরো অংশ এই ভিডিওতে আত্মকথায় স্মৃতিচারণ হিসেবে তুলে ধরেছি ।আমার পারিবারিক অবস্থা আর্থসামাজিক চিত্রপট অভাব অনটন এবং সংগ্রামী জীবনযাত্রার প্রতিচ্ছবি প্রকাশ করা হয়েছে।যেই পরিবেশ থেকে আমার উঠে আশা সেই পরিবেশের সামান্য কিছু বিষয় নিয়ে আলোকপাত করার প্রচেষ্টা থেকেই আজকের এই উপস্থাপনা।এই চ্যানেলটি মূলত আত্মজীবনীমূলক কাহিনী প্রকাশের একটা মাধ্যম।যেখানে জীবনের ঘটে যাওয়া ছোট বড়ো আঁচড় কাটা কিছু মুহূর্তের প্রতিচ্ছবির প্রতিফলন প্রকাশ করতে ইচ্ছুক।বলা যায় মধুর স্মৃতি যা আমার মনকে আলোড়িত করার পাশাপাশি জীবনের সুখ-দুঃখ-হাসি-কান্না-বিরহ-বেদনা এককথায় জীবনচর্চার সবরকম বর্ণনা যা স্পর্শ করার পর মানুষের মনকে যেমন সুদৃঢ় করতে পারে তেমনি মনকে ভঙ্গুরও করতে পারে অবলীলায়।আমার ব্যক্তিজীবনের খুঁটিনাটি থেকে শুরু করে পারিবারিক বিষয়ের অন্যান্য ঘটনাও এই চ্যানেলের মাধ্যমে ধারাবাহিকভাবে পরিবেশন ও প্রকাশ করতে আগ্রহী।রোজকার জীবনধারা মনের আবেগ অনুভূতি উপলব্ধি যুক্তিবোধ আত্মমূল্যায়ন থেকে আত্মসংযমের সকল ভাব দীর্ঘদিন যাবৎ আমি আমার প্রিয় ডায়েরিতে লিপিবদ্ধ করেছি ধারাবিবরণী হিসেবে এবং প্রতিটি মুহূর্তের সঙ্গে ডায়েরি আমার মতোই সুপরিচিত এবং সহজ।দিনের শেষে ডায়েরির সঙ্গেই ঘটে আমার আত্মার মেলবন্ধন।ডায়েরি আমার চলার পথের সুহৃদ।একাকীত্বের ভাগীদার।সুখের সময়েও যেমন অনুসারী তেমনি বিষণ্নতাতেও স্নেহের স্পর্শকারী।দিনান্তের সমস্ত গ্লানি মনস্তাপ ডায়েরির পাতায় বিছিয়ে মনের ভারকে শ্রান্তিকে দূর করে শান্তির বারিধারায় সিক্ত হয়ে উঠি।ডায়েরির সঙ্গে আমার ঘনিষ্ঠতা এতটাই নিবিড় যে ভাষায় প্রকাশ করবার নয়।এই সাধারণ জীবনের অতি সাধারণ কথামালার দ্বারা আমার চ্যানেলের প্রতিটি ভিডিও সজ্জিত করার উদ্দেশ্যেই সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত হওয়া।
#আমার_ডায়েরির_পাতা
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: