দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হলেও পরবর্তী ৩০ বছর একা লড়েছেন এই সৈনিক, কারণ তিনি জানতেন না যুদ্ধ শেষ হয়েছে!
Автор: Trendz Now
Загружено: 2022-01-24
Просмотров: 380749
Описание:
এসেছিলেন নিজ দেশের হয়ে শত্রুদেশে যুদ্ধ করতে, কমান্ডারের নির্দেশ ছিলো কোনোভাবেই মনোবল হারানো যাবে না, যুদ্ধ চালিয়ে যেতেই হবে যেকোন মূল্য, নির্ঘাত পরাজয় যদি সামনে এসেই পড়ে তবে নিজের প্রাণটা অন্তত বাচিয়ে রেখো, এক বছর, দুই বছর কিংবা ৫ বছর যতদিন ই লাগুক, দেশ তোমাদের ফিরিয়ে আনবেই। দ্বিতীয় বিশ্বযুদ্ধের এই অপরাজিত যোদ্ধা হিরু ওনোদা সে আদেশ অক্ষরে অক্ষরে পালন করেছিলেন টানা ৩০ বছর।যুদ্ধের শুরুতে বছর পেরেতোই জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধে হেরে গিয়েছে, কিন্তু ফিলিপাইনের গভীর অরণ্যে যুদ্ধ ষৈনিক ওনোদা অপারাজিত থেকেছেন পরবর্তীকালে ৩০টি বছর, টানা ১০হাজার দিন! বিগত শতাব্দীর সবচেয়ে বিভীষিকাময় ও নিষ্ঠুর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরাজিত জাপানের এক অবিসংবাদিত যোদ্ধার নির্মম সত্য ঘটনা নিয়েই আমাদের আজকের পর্ব । সিনেমা সিরিজের কাল্পনিক গল্পও হার মানতে বাধ্য হবে জাপানের এই হার না মানা সৈনিকের কাছে । এক টানা দশ হাজার রাত জঙ্গলে ছিলেন ওনোদা, কিভাবে ওনোদা আতঙ্কের দশ হাজার রাত জঙ্গলে কাটিয়েছেন সেই অবিশ্বাস্য আর গায়ে কাটা দেয়ার মত ঘটনা জানতে থাকুন ভিডিওর শেষ পর্যন্ত । আপনি পাথর হৃদয়ের মানুষ হলেও, ওনোদার জায়গায় এক মুহুর্তের জন্য নিজেকে ভাবলেও চোখ ভিজে উঠবে আজকের ভিডিও শেষে ।
#WWII #HirooOnoda
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: