কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে যানজট ও জনভোগান্তি কমাতে বিজরা ও মুদাফ্ফরগঞ্জ বাজারে উচ্ছেদ অভিযান
Автор: Bangladesh Betar Cumilla - News
Загружено: 2025-08-21
Просмотров: 61
Описание:
কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে যানজট ও জনভোগান্তি কমাতে বিজরা ও মুদাফ্ফরগঞ্জ বাজারে উচ্ছেদ অভিযান
কুমিল্লা: ২১ আগস্ট ২০২৫: কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের যানজট ও জনভোগান্তি এড়াতে জেলার লাকসাম উপজেলার বিজরা বাজার ও মুদাফফরগঞ্জ বাজার এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পাকরা হয়েছে।
গতকাল ২০ আগস্ট বুধবার দিনব্যাপী বিজরা ও মুদাফফরগঞ্জ বাজারে সড়কের দুইপাশের সড়ক দখল করে গড়ে ওঠা এসব স্থাপনার বিরুদ্ধে যৌথভাবে উচ্ছেদ অভিযান পরিচালনা লাকসাম উপজেলা প্রশাসন এবং সড়ক ও জনপথ বিভাগ।
এ উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ। অভিযানে সড়কের জায়গা দখল করে গড়ে ওঠা মার্কেট, পাকা ভবন, ভাসমান ব্যবসা-প্রতিষ্ঠান গুঁড়িয়ে দেয়া হয় । দখলমুক্ত করা হয় ফুটপাত ও চলাচলের রাস্তা।
সংশ্লিষ্টরা মনে করেন এ উচ্ছেদ অভিযানের ফলে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে প্রতিদিন সৃষ্ট যানজট এবং জনভোগান্তি কমবে। অভিযানের পর পূণরায় যেন দখলদাররা দখল করতে না পারে সেদিকেও প্রশাসন নজর রাখবে বলে জানানো হয়।
সড়ক বিভাগ জানায়, দীর্ঘদিন যাবত সড়কের জায়গা দখল করে যানজট এবং জনভোগান্তি তৈরি করে আসছিলো এসব অবৈধ স্থাপনাগুলো। ফলে অভিযানে চালিয়ে উচ্ছেদ করা হয়েছে।
আভিযানে এসময় উপস্থিত ছিলেন, কুমিল্লা সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ আদনান ইবনে হাসান ও লাকসাম থানার ওসি মো. নিজাম উদ্দিনসহ পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা।
জাহাঙ্গীর আলম ইমরুল
কুমিল্লা মহানগর সংবাদদাতা
বাংলাদেশ বেতার
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: