৩৭০ বছরের প্রাচীন সাদী মসজিদ: মুঘল আমলের অনন্য স্থাপনা | SADI MOSJID | KISHOREGANJ
Автор: 2 MINUTES TRAVEL
Загружено: 2025-11-17
Просмотров: 6
Описание:
আজ আমরা ঘুরে দেখব কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলায় অবস্থিত বাংলাদেশের অন্যতম প্রত্নতাত্ত্বিক স্থাপনা প্রাচীন সাদী মসজিদ।
ইতিহাস থেকে জানা যায়, মুঘল সম্রাট শাহজাহানের শাসনামলে, ১৬৫১ সালে শাইখ সাদী এই মসজিদটি নির্মাণ করেন। তাঁর পিতার নাম ছিল শাইখ শিরু।
স্থাপত্যশৈলীতে সাদী মসজিদ অনেকটা ষাটগম্বুজ মসজিদের কথা মনে করিয়ে দেয়।
মসজিদটি নির্মিত হয়েছে উঁচু জমির উপর। এটি একটি বর্গাকার মসজিদ, যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য প্রায় ২৫ ফুট।
মসজিদের দেয়ালে রয়েছে ৫টি প্রবেশপথ – পূর্ব দিকে ৩টি, আর উত্তর ও দক্ষিণ দেয়ালে ১টি করে। সবগুলো প্রবেশপথের আকৃতি ধনুকের মতো।
মসজিদের প্রতিটি দেয়ালে টেরাকোটার নকশা করা হয়েছে। পশ্চিম দেয়ালে রয়েছে ৩টি মিহরাব, যার মধ্যে মাঝেরটি অপেক্ষাকৃত বড়। মসজিদের ভেতরে ও বাইরে পোড়ামাটির আস্তরে নানা শিল্পকর্মের ছোঁয়া এখনও দৃশ্যমান।
মসজিদটি কটিয়াদি থেকে ১৫ কিলোমিটার এবং কিশোরগঞ্জ জেলা শহর থেকে প্রায় ২৭ কিলোমিটার দূরে মঠখোলা-মির্জাপুর-পাকুন্দিয়া সড়কের পাশে এগারসিন্দুর গ্রামে অবস্থিত।
#কিশোরগঞ্জ #কিশোরগঞ্জ_জেলা #কিশোরগঞ্জের_নিউজ #পাকুন্দিয়া #এগারসিন্দুর #kishoreganj #kishoreganj_district #travel
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: