ইন্দোনেশিয়া কেন তাদের নতুন রাজধানী তৈরি করছে।Why Indonesia Building A New Capital City।Jahi Fact।।
Автор: Jahi Fact
Загружено: 2023-04-07
Просмотров: 414
Описание:
দক্ষিণ-পূর্ব এশিয়ার অবস্থিত প্রায় ৫০০০ দ্বীপের সমন্বয়ে গঠিত ইন্দোনেশিয়া হল পৃথিবীর বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ। দেশটির রাজধানী জাকার্তা, যা জাভা দ্বীপপুঞ্জে অবস্থিত। বর্তমান সময়ে জাকার্তা হল পৃথিবীর সবথেকে দূষিত শহরের মধ্যে একটি। তাই একাবিংশ শতাব্দীতে ইন্দোনেশিয়ান সরকার তাদের রাজধানী জাকার্তা থেকে সরিয়ে নুসানতারাতে করার পরিকল্পনা গ্রহণ করেছে।এই নুসানতারা শহরটি বর্নিও দ্বীপপুঞ্জে আগামী ২০ বছরের মধ্যে সম্পর্ণ হবে।নুসানতারা শহরে প্রতিদিন প্রায় ১৫ লক্ষ শ্রমিক সরাসরি কর্ম করে যাচ্ছে।নুসানতারা শহরটি তৈরি করতে ৩৩বিলিয়ন ডলার খরচ ধরা হয়েছে। এর মধ্যে প্রায় ৮০% অর্থ প্রাইভেট কোম্পানি দ্বারা নিয়োজিত হবে এবং বাকি ২০% সরকার নিয়োজিত করবে।নুসানতারা শহরে প্রতি হেক্টরে মাত্র ১০০ জন মানুষ বসবাস করবে, এর ফলে ১০ মিনিটের মধ্যে হসপাতাল, রেলওয়ে স্টেশন, বাস স্টপ, মার্কেট, বাজার প্রভৃতির সুবিধা সুযোগ সরাসরি পাবে যার ফলস্বরূপ এখানকার মানুষ জনদের মান উন্নয়ন অতি উন্নতি হবে। এখানে আধুনিক প্রযুক্তির সহায়তায় শহরের বিভিন্ন কার্য পরিচালনা হয়ে থাকবে।নুসানতারা শহরটি ভবিষ্যতে একটি ওয়ার্ল্ড ক্লাস রূপে পরিচিত লাভ করবে।।
#indonesia#jakarta#nusantara#newcapital#capital
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: