উড়িচরের অজানা কথা ।। UrirChar।।সন্দীপ।। কোম্পানি গঞ্জ
Автор: shopno agro
Загружено: 2021-04-04
Просмотров: 6952
Описание:
নোয়াখালী জেলার দক্ষিণে বঙ্গোপসাগরের কোল ঘেঁষে জেগে উড়েছে নতুন পুরাতন বিশাল বিশাল চর, উড়ির চর,স্বর্ণ দ্বীপ( জাহাজ্যার চর), নিঝুম দ্বীপ, ভাসান চর,মনপুরা অন্যতম।প্রতিটি দ্বীপের রয়েছে নিজস্ব ঐতিহ্য,রয়েছে প্রাকৃতিক সৌন্দর্যে নজরকাঁড়া দৃশ্য।কোম্পানি গঞ্জ উপজেলার চর এলাহী ইউনিয়নে নদীভাঙ্গনের ফলে সৃষ্ট একাংশ উড়ির চরে যোগ হয়েছে।মুলত এটি সন্দীপ উপজেলারই অন্যতম একটি ইউনিয়ন,তবে সন্দীপ সীমানার বেশি অংশই বিলীন, যা চর জেগে কোম্পানি গঞ্জের সীমানায় পড়েছে।
চট্টগ্রাম জেলার সন্দীপ উপজেলার অন্যতম বৃহৎ একটি ইউনিয়ন উড়ির চর।কালক্রমে নদীভাঙ্গনে কবলে পড়ে উড়ির চরের এক তৃতীয়াংশ নদীগর্ভে বিলীন হয় গেছে। আবার নতুন করে চর জেগে বেড়েছে নোয়াখালী কোম্পানি গঞ্জের অংশে।১৯৭০/৭১ সালের দিকে সন্দ্বীপের উত্তর পশ্চিম দিকে মেঘনা মহোনায় একটি দ্বীপ জেগে উঠে।দ্বীপের জম্মের কিছু দিন পর সন্দ্বীপের জনগন এই দ্বীপে গিয়ে দেখতে পায় সমস্ত দ্বীপে ঘাস আর ঘাস,এই ঘাস কে সন্দ্বীপের আঞ্চলিক ভাষায় উড়ি বলা হয়। আর এই উড়ি ঘাস থেকে এর নাম হয় উড়ির চর।
#UrirChar
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: