Socotra Island | বিশ্ব ঐতিহ্যবাহী স্থান সুকাত্রা দ্বীপপুঞ্জ | এলিয়েন দ্বীপ সুকাত্রা | Alien
Автор: Totther Somahar
Загружено: 2022-07-04
Просмотров: 71
Описание:
Socotra Island | বিশ্ব ঐতিহ্যবাহী স্থান সুকাত্রা দ্বীপপুঞ্জ | এলিয়েন দ্বীপ সুকাত্রা | Alien
আরব সাগরের মধ্যে এমন এক দ্বীপ রয়েছে যা কল্পকাহিনীকেও হার মানায়। কেউ কেউ বিশ্বাস করেন এই দ্বীপে রয়েছে এলিয়েনের বসবাস। এতো এতো রহস্যে ঘেরা এই দ্বীপটির নাম সুকাত্রা । ভৌগোলিক পরিবেশ এবং গাছপালার অদ্ভত দর্শনের কারণে এই দ্বীপকে ভিনগ্রহবাসীদের দ্বীপ বা ‘এলিয়েন দ্বীপ’ও বলা হয়ে থাকে।
সুকাত্রা দ্বীপের অবস্থান আরব সাগরে
নীল জলরাশির সুকাত্রা দ্বীপ
চারটি দ্বীপের সমন্বয়ে গঠিত সুকাত্রা দ্বীপপুঞ্জ ইয়েমেনের অধীনে। ইয়েমেন ২০১৩ সালে এটিকে একটি প্রদেশ হিসেবে ঘোষণা করে। এটা হর্ন অফ আফ্রিকা থেকে ২৪০ কিলোমিটার পূর্বে এবং আরব উপদ্বীপ থেকে ৩৮০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। মাত্র ৩,৭৯৬ বর্গ কিলোমিটার ভূমি বিশিষ্ট এ দ্বীপপুঞ্জ দৈর্ঘ্যে ১৩২ কিলোমিটার এবং প্রস্থে ৫০ কিলোমিটার। সুকাত্রা প্রদেশটির রাজধানীর নাম হাদিবু। ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের অংশ এই দ্বীপের জনসংখ্যা মাত্র ৪৪,০০০ জন। সুকাত্রা দ্বীপপুঞ্জে এখন যারা বাস করেন সবাই মোটামুটি মাছ ধরে, পশুপালন করে এবং খেজুর চাষ করে জীবিকা নির্বাহ করে। এই দ্বীপের বেশিরভাগ মানুষ খ্রিষ্টান ধর্মাবলম্বী।
এই দ্বীপের আবহাওয়া বেশ রুক্ষ, শুষ্ক আর গরম প্রকৃতির। গড় তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস। সুকাত্রা দ্বীপের নিরীহ স্বভাবের মানুষগুলোর কারণে এখানকার প্রকৃতিও থাকতে পেরেছে প্রাচীনকালের মতোই। উদ্ভিদ বিজ্ঞানীদের ভাষ্যমতে, এই দ্বীপের প্রায় এক তৃতীয়াংশ উদ্ভিদই দুষ্প্রাপ্য! এখানে যে সব সরীসৃপের দেখা মেলে তার ৯০ শতাংশই বিশ্বের আর কোনও জায়গায় পাওয়া যায় না! এই দ্বীপের কোনো কোনো প্রজাতি টিকে আছে প্রায় দুই কোটি বছর ধরে! যা সত্যিই বিস্ময় জাগানিয়া।
দ্বীপের প্রধান আকর্ষণ ড্রাগনস ব্লাড গাছ
সুকাত্রা দ্বীপের সবচেয়ে বিখ্যাত ও প্রসিদ্ধ গাছটির নাম ড্রাগনস ব্লাড। দেখতে ঠিক যেন উল্টে যাওয়া ছাতা। শাখা-প্রশাখা সব আকাশের দিকে মুখ করা। এই গাছ থেকে লাল রঙের এক ধরনের আঠা বের হওয়ার কারণে এই অদ্ভত নাম। গাছের কান্ডের আকৃতি অনেকটা বোতল আকৃতির বলে কেউ কেউ একে ‘বটল ট্রি’ও বলে থাকেন। শুধুমাত্র এই দ্বীপেই সবচেয়ে বড় আকৃতির ড্রাগনস ব্লাড গাছ দেখতে পাওয়া যায়। তবে গাছটি আরব ও মরু অঞ্চলেরও কিছু কিছু জায়গায় দেখতে পাওয়া যায়।
সাগরজলে দেখা মিলবে বৈচিত্রময় সামুদ্রিক প্রাণীর
এই গাছটি ছাড়াও এই দ্বীপে নানান ধরনের বৈচিত্রময় ও অদ্ভত উদ্ভিদের দেখা মেলে। তবে ইদানিং উদ্ভিদ বিজ্ঞানীরা লক্ষ্য করেছেন যে, এই প্রকৃতির গাছপালা সুকাত্রা দ্বীপে খুব বেশি পরিমাণে জন্মাচ্ছে না। যায় কারণ হিসেবে তারা প্রধানত জলবায়ু পরিবর্তনকে দায়ী করেছেন। পাশাপাশি দ্বীপটিতে পর্যটকের আনাগোনাও একটি বড় কারণ। ২০০৪ সালে IUCN এর লাল তালিকায় সুকাত্রার ৩টি অতিবিপন্ন এবং ২৭টি বিপন্ন উদ্ভিদের নাম তালিকাভুক্ত করা হয়েছে।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: