ডিজে সনিকা ন্যাড়া হলেন কেন? DJ Sonica | Bijoy TV
Автор: BIJOY TV
Загружено: 2022-04-24
Просмотров: 25044
Описание:
মারজিয়া কবির সনিকা। যাকে সবাই ডিজে সনিকা হিসেবে চিনেন। দেশের সফলতম নারী ডিজে তিনি। এছাড়া তিনি উপস্থাপনা, অভিনয় ও গানে কণ্ঠও দিয়েছেন।
এদিকে, ব্যতিক্রম ফ্যাশনের সুবাদে আলোচনায় থাকেন তিনি। কখনো ইতিবাচক সাড়া পান, কখনো আবার নিন্দা সহ্য করতে হয় তাকে। তবে প্রতিক্রিয়া নিয়ে কখনোই চিন্তিত নন সনিকা। বরং নিজের খেয়াল-খুশি মতোই চলতে পছন্দ করেন তিনি।
সেটার প্রমাণ আবারও দিলেন। কিছুদিন আগে নিজের মাথার সমস্ত চুল ফেলে দিলেন তিনি। একেবারে ন্যাড়া হয়ে গেছেন। আর সেই মাথার ন্যাড়ার ছবি তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমেও শেয়ার করেন।
সম্প্রতি, তার সেই নতুন লুক নিয়ে একটি টিভি অনুষ্ঠানে হাজির হন। আর সেখানেই তিনি ন্যাড়া হওয়ার কারণ পরিষ্কার করেন। সনিকা বলেন, তিনি সবসময় নিজেকে নিয়েই এক্সপেরিমেন্ট করতে পছন্দ করেন। যখন তিনি ডিজে শুরু করেন, তখন তার লম্বা কালো চুল ছিল। এরপর কিছু সময় যাওয়ার পর তিনি চুলে কালার করেন।
copyright © A BIJOY TV Production-2022
সঙ্গে থাকুন বিজয় টিভির সাথে
Website: http://bijoy.tv/
Facebook: / bijoytvlimited
Youtube: / bijoytvofficial
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: