পদ্মা সেতু||মাওয়া ফেরিঘাট||পদ্মা নদী||নৌ ভ্রমণ -২০২৪||টোলপ্লাজা||ঢাকা টু মাওয়া ঘাট||মৈনট ঘাট||
Автор: nayonsree4K
Загружено: 2024-09-23
Просмотров: 195
Описание:
সেতুটির মোট দৈর্ঘ্য ৬.১৫ কিমি (৩.৮২ মাইল)। এটি বাংলাদেশের দীর্ঘতম সেতু, স্প্যান সংখ্যা ও মোট দৈর্ঘ্য উভয়ের দিক থেকে গঙ্গা নদীর উপর নির্মিত দীর্ঘতম সেতু এবং ১২৮ মিটার (৪২০ ফুট) গভীরতাযুক্ত বিশ্বের গভীরতম পাইলের সেতু।
Follow me ➤ Licence: You're free to use this song in any of your videos, but you must include the following in your video description (Copy & Paste): background music for content creators:
click here !!=
Free background musie
with no copyrights
Orginal Music
Credit :http://
http://sharevideo1.com...
#motovlogs #cutebaby #argentinavsbrazilcopaamericafinal #techunlimited #traveling #videomaking
পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান সকল পরীক্ষার
পদ্মা সেতু নির্মাণকারী প্রতিষ্ঠানের নাম কী = চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কোম্পানি লিঃ
পদ্মা সেতুর মোট পাইলিং সংখ্যা কত = ২৬৪ টি।
পানির স্তর থেকে পদ্মা সেতুর উচ্চতা কত = ৬০ ফুট
পদ্মা সেতুর প্রকল্পের জনবল কত = পদ্মা সেতুর প্রকল্পের জনবল প্রায় ৪ হাজার।
পদ্মা সেতুর ভায়াডাক্ট পিলার কয়টি = ৮১ টি।
পদ্মা সেতুর পাইলিং গভীরতা কত ফুট = ৩৮৩ ফুট।
পদ্মা সেতুর প্রতিটি পিলারের জন্য পাইলিং কয়টি করে করা হয়েছে = ৬ টি।
পদ্মা সেতু রক্ষণাবেক্ষেণের দায়িত্ব কার =
পদ্মা সেতু তৈরিতে কত কিলোমিটার এলাকা নদীশাসনের আওতায় আনা হয়েছে? দুই পারে প্রায় ১২ কিলোমিটার।
পদ্মা সেতুর কয় লেন বিশিষ্ট = পদ্মা সেতুর ৪ লেন বিশিষ্ট
পদ্মা সেতুতে রেললাইন স্থাপন করা হয় কোথায় = দ্বিতলবিশিষ্ট পদ্মা সেতুর উপর তলায় যানবাহন নিচ তলায় রেললাইন স্থাপন করা হয়।
পদ্মা সেতুর কি দিয়ে নির্মিত হয়েছে = পদ্মা সেতু দ্বিতলবিশিষ্ট যা কংক্রিট আর স্টিল দিয়ে নির্মিত হয়েছে।
বাংলাদেশের দীর্ঘতম সেতু কোনটি = বাংলাদেশের দীর্ঘতম সেতুর নাম পদ্মা সেতু’।
পদ্মা সেতুর বিশেষ নকশা করা হয় কোথায় = পদ্মা সেতুর বিশেষ নকশা করা হয় হংকংয়ে।
পদ্মা সেতু প্রকল্পের জন্য কত সদস্যের বিশেষজ্ঞ প্যানেল গঠন করা হয় = পদ্মা সেতু প্রকল্পের জন্য ১১ সদস্যের বিশেষজ্ঞ প্যানেল গঠন করা হয়।
পদ্মা সেতু প্রকল্পের বিশেষজ্ঞ প্যানেলের সভাপতি কে = পদ্মা সেতু প্যানেলের সভাপতি ছিলেন অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী।
পদ্মা সেতু নির্মাণে কত দেশের উপকরণ ব্যবহার করা হয় = পদ্মা সেতু নির্মাণে ৬০ টি দেশের কোন না কোন উপকরণ ব্যবহার করা হয়।
পদ্মা সেতু কতটি দেশের মেধা ও শ্রম দিয়ে নির্মিত হয়েছে = পদ্মা সেতু ২০ টি দেশের মানুষের মেধা ও শ্রম কদিয়ে নির্মিত হয়েছে।
পদ্মা সেতুর অবস্থান ০৩ টি জেলায় মুন্সিগঞ্জ মাদারীপুর ও শরীয়তপুর
পদ্মা সেতু পার হতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কত টাকা টোল দিয়েছেন = প্রধানমন্ত্রীর গাড়িবহরে ১৮টি গাড়ি ছিল। পদ্মা সেতুতে ১৬ হাজার ৪০০ টাকা টোল দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে নিজের গাড়ির জন্য ৭৫০ টাকা টোল দিয়েছেন তিনি।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: