ঈমানের শাখা-প্রশাখা আলোচনা | ঈমানের কয়টি শাখা প্রশাখা ও কি কি জানুন!
Автор: Bulbul 10
Загружено: 2022-08-21
Просмотров: 632
Описание:
হযরত আবূ হুরায়রা (রা.) হতে বর্ণিত । তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন- ঈমানের সত্তরটির বেশি শাখা-প্রশাখা রয়েছে। তন্মধ্যে সর্বাপেক্ষা উত্তম শাখা হচ্ছে লা-ইলাহা ইল্লাল্লাহ বলা । [তথা তাতে বিশ্বাস স্থাপন করা] আর সর্বনিম্ন শাখা হচ্ছে পথ থেকে কষ্টদায়ক বস্তু দূর করা আর লজ্জা হলো ঈমানের একটি [গুরুত্বপূর্ণ] শাখা বিশেষ ।
[তাখরীজ: বুখারী: ৯; মুসলিম: ৫৮; মেশকাত : ৫]
ঈমানের শাখা-প্রশাখা আলোচনা : ঈমানের ৭৭টি শাখা তিন শ্রেণিতে বিভক্ত । ১. ত্রিশটি কলব (অন্তর) সম্পর্কিত, ২. সাতটি জিহ্বা সম্পর্কিত ৩. চল্লিশটি বাকি অঙ্গপ্রত্যঙ্গ সম্পর্কিত ।
🟢কলবের সাথে সম্পর্কিত ত্রিশটি শাখা :
১. আল্লাহর উপর বিশ্বাস স্থাপন ২. আল্লাহ ব্যতীত বাকি সব কিছুই মাখলূক এবং ধ্বংসশীল, একথা বিশ্বাস করা ৩. ফেরেশতাদের প্রতি ঈমান আনা ৪. আল্লাহর নাযিলকৃত সমস্ত কিতাবের উপর বিশ্বাস স্থাপন ৫. পয়গম্বরদের প্রতি ঈমান আনা ৬. তাকদীরের প্রতি বিশ্বাস স্থাপন ৭. কেয়ামতের দিনের প্রতি ঈমান আনা ৮. জান্নাতকে বিশ্বাস করা ৯. জাহান্নামকে বিশ্বাস করা ১০. আল্লাহর সাথে মহব্বত রাখা ১১. আল্লাহর জন্যেই কাউকে ভালোবাসা, কারো প্রতি রাগান্বিত হওয়া ১২. নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম - এর প্রতি মহব্বত রাখা ১৩. ইখলাস তথা একনিষ্ঠতা ১৪. তওবা করা ১৫. ভয়ভীতি ১৬. আশা-আকাঙ্ক্ষা ১৭. লজ্জা ১৮. শুকরিয়া আদায় ১৯. অঙ্গীকার পূর্ণ করা ২০. ধৈর্যধারণ ২১. বিনয় ২২. মাখলুকের প্রতি দয়া ও করুণা ২৩. আল্লাহর ফয়সালার প্রতি সন্তুষ্ট থাকা ২৪. তাওয়াক্কুল তথা আল্লাহর উপর ভরসা করা ২৫. দাম্ভিকতা পরিহার করা ২৬. ঈর্ষা পরিহার করা ২৭. হিংসা ত্যাগ করা ২৮. ক্রোধ দূর করা ২৯. মন্দ চিন্তা বর্জন এবং ৩০. সকল প্রকার পার্থিব আকর্ষণ ত্যাগ করা ।
🟢জিহ্বার সাথে সম্পর্কিত সাতটি শাখা : ১. কালেমায়ে তাওহীদ পাঠ করা ২. কুরআন শরীফ তেলাওয়াত ৩. ইলম অর্জন ৪. বিদ্যা শিক্ষাদান ৫. দোয়া করা ৬. যিকির করা এবং ৭. অনর্থক ও নিষিদ্ধ কথাবার্তা থেকে সংযত থাকা ।
🟢অঙ্গপ্রত্যঙ্গের সাথে সম্পর্কিত চল্লিশটি শাখা : এ শাখাগুলো আবার তিন শ্রেণিতে বিভক্ত— ১. ষোলোটি মুকাল্লাফ ব্যক্তির সাথে সংশ্লিষ্ট ২. ছয়টি পরিবার পরিজন ও অধীনস্থ লোকদের সাথে সংশ্লিষ্ট ৩. বাকি আঠারোটি সর্বসাধারণের সাথে সংশ্লিষ্ট ।
🔵মুকাল্লাফ ব্যক্তির সাথে সংশ্লিষ্ট ষোলোটি হচ্ছে- ১. পবিত্রতা অর্জন ২. নামাজ কায়েম ৩. সদকা প্রদান ৪. রোজা রাখা ৫. হজ ও ওমরা পালন ৬. ই'তিকাফ করা ৭. হিজরত করা ৮. মানত পূর্ণ করা ৯. শপথের ব্যাপারে সতর্ক থাকা ১০. কাফফারা আদায় ১১. নামাজ ও নামাজের বাইরে শরীর ঢেকে রাখা ১২. কুরবানি করা ১৩. জানাযার দাফন কাফন করা ১৪. ঋণ পরিশোধ করা ১৫. বৈধ লেনদেন করা এবং অবৈধ লেনদেন পরিহার ১৬. সত্য সাক্ষ্য দেওয়া এবং তা গোপন না করা ।
🔵পরিবার-পরিজন ও অধীনস্থ লোকদের সাথে সংশ্লিষ্ট ছয়টি হলো- ১.বিবাহের মাধ্যমে চরিত্রের নিষ্কলুষতা অর্জন ২. পরিবার-পরিজনের হক আদায় করা ৩. পিতা-মাতার খেদমত করা এবং তাদের কষ্ট না দেওয়া ৪. সন্তান-সন্ততি লালনপালন ৫. আত্মীয়দের সাথে ভালো ব্যবহার করা ৬. মনিবের আনুগত্য করা ।
আর সর্বসাধারণের সাথে সম্পর্কিত আঠারোটি শাখা হলো- ১. রাষ্ট্র পরিচালনায় ন্যায়পরায়ণতা অবলম্বন । ২. মুসলিম জামাতের আনুগত্য করা। ৩. শাসকবর্গের আনুগত্য করা । ৪. মানুষের মাঝে সাম্য-সম্প্রীতি সৃষ্টি করা। ৫. ভালো কাজে সাহায্য করা। ৬. সৎ কাজে অনুপ্রাণিত করা । ৭. অসৎ কথা থেকে নিষেধ করা। ৮. শরিয়তের দণ্ডবিধি কায়েম করা । ৯. আমানত আদায় করা । ১০. অভাবগ্রস্তকে ঋণ প্রদান করা। ১১. পাড়া-প্রতিবেশীর খোঁজখবর নেওয়া । ১২. সদাচরণ করা। ১৩. অর্থ-সম্পদ যথাস্থানে ব্যয় করা। ১৪. সালামের উত্তর দেওয়া। ১৫. হাঁচিদাতার আলহামদুলিল্লাহ-এর জবাব ইয়ারহামুকাল্লাহ দ্বারা দেওয়া। ১৬. মানুষের ক্ষতি না করা । ১৭. অনর্থক ও বেহুদা কর্ম পরিহার করা । ১৮. কষ্টদায়ক বস্তু তথা কাঁটা, ঢিল ইত্যাদি রাস্তা থেকে সরিয়ে দেওয়া ।
#ঈমান #ঈমানের_শাখা_প্রশাখা #ইসলামিক_ভিডিও
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: