পূর্ব বর্ধমান জেলায় শহর বর্ধমানে বহু বছর ধরে রাজলক্ষ্মী মায়ের পূজো হয়ে চলেছে পাল পরিবারের
Автор: BIG NEWS 24x7 বাংলা
Загружено: 2025-11-06
Просмотров: 188
Описание:
পূর্ব বর্ধমান জেলায় শহর বর্ধমানে বহু বছর ধরে রাজলক্ষ্মী মায়ের পূজো হয়ে চলেছে পাল পরিবারের, এই পাল পরিবারের সদস্যরা জানান সারা বছর যে যেখানেই থাকুক না কেন এই পুজোতে আসতেই হয় এই রাস পূর্ণিমার সময় এই পুজোটি হয়। এবং এই লক্ষী পূজা একটু অন্যরকম পূজা যেখানে মায়ের দুই পাশে থাকে দুই পরী। জয়া ও বিজয়া রাজলক্ষ্মী মায়ের সাথে আরো চারটি মূর্তি থাকে মায়ের চারপাশে। একেবারে অন্যরকম এই পুজো এই পুজোর ধুমধাম সহকারে পালিত হয়। দুদিন ধরে চলে পূজাঅর্চনা। শেষের দিনে বহু ভক্তদের অন্নকুটের আয়োজন করা হয়। পারিবারিক পুজো হলেও এখন বৃহত্তর আকার নিয়েছে এলাকার মানুষজনরাও এই পুজোয় অংশগ্রহণ করেন এই পুজো এখন বারোয়ারি পুজো হয়ে দাঁড়িয়েছে। বাইরে থেকে আনা হয় ঢাকি ও সানাইয়ের দল তা শুনতে ভিড় করেন এলাকার মানুষজন, এই পুজোতে মেয়েদের সাজগোজ থাকে চোখে পড়ার মতো, পরিবারের সদস্যরা জানান দূর্গা পুজোয় যেমন পুজো হয় বড়সড়ো করে কিন্তু ঠিক তেমনি এই লক্ষ্মী পুজো যে আনন্দ আমরা উপভোগ করি তার থেকে বেশি আনন্দ পায়। রাজলক্ষ্মী মায়ের পূজা যত দিন যাচ্ছে তত আরো মানুষের সমাগম বাড়ছে, আত্মীয়-স্বজনরা এই দুইদিন ব্যাপী এই পুজোতে সামিল হন খাওয়া-দাওয়া, আনন্দ উপভোগ করা সবকিছুই একসাথে এক ছাতার তলায় হয়। জানিয়েছেন বাড়ির সদস্যরা, এবং তাদের পরিবারের যে সমস্ত সদস্যরা রয়েছেন তারা প্রতিবছরই পুরনো দিনে বন্ধু বান্ধবীদের আমন্ত্রণ জানান এই পুজোয় এবং এই একটা দিন একসাথে মিলে আনন্দ সহকারে পুজোয় অংশগ্রহণ করেন চলে নাচ গান ও নানান অনুষ্ঠান
পূর্ব বর্ধমান থেকে প্রতিনিধি পিন্টু প্যাটেল
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: