Rapper Apurba - SHEIKH HASINA (শেখ হাসিনা) | Bangla Rap Song (Official Audio)
Автор: Rapper Apurba
Загружено: 2025-11-15
Просмотров: 87
Описание:
Rapper Apurba - SHEIKH HASINA (শেখ হাসিনা) | Bangla Rap Song (Official Audio)
Joy Bangla Joy Bongobondhu - sheikh hasina bangla rap song:
শেখ হাসিনা ও বঙ্গবন্ধু কে নিয়ে একটি চরম রেপ গান। গানটি গাওয়া হয়েছিলো আরও অনেক বছর আগেই। এটি বর্তমান পরিস্থিতি নিয়ে কোন গান নয়। জয় বাংলা বলে করি জাতিয় সেই স্লোগান, ভুলেও আমি করবোনা এই মাটির অপমান। এই গানটি ছিলো দেশ প্রেমের গান। গানটি কোন পলিটিকাল গান নয়। কেউ মনে করবেন না যে এই গানটি গাওয়া হয়েছে জুলাই আন্দোলনের পরে। আমরা কোন পলিটিকাল দলের জন্য এই গানটি গাইনি, আমরা সাধারন মানুষ, তখনকার সরকারের সময় গানটি একজনের রিকোয়েস্টে করা হয়েছিলো।
Lyrics :
জয় বাংলা বলে করি জাতীয় সেই স্লোগান
ভুলেও আমি করব না এই মাটির অপমান
কেড়ে নিতে চায়, যদি কেউ, দেশের সম্মান, দেশের মান
না থেমে আমি বোঝাতে চাই, প্রতিটি বাঙালি ঝড়-তুফান।
শেখ মুজিবের ভালোবাসায় সিক্ত হয়েছি বাংলা ভাষায়
বাংলার নামক বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র নতুন সাজে
শেখ হাসিনার প্রচেষ্টায় অর্থনীতির হিসাবটা
অঙ্ক কষে, বাংলাদেশে, উন্নত আজ রাষ্ট্রটা।।
বিশ্ববিখ্যাত নেতৃত্বের তালিকায়
তাই তো তিনি আজ শ্রেষ্ঠ বিশ্বাসের ভূমিকায়
বাঙালির তুমি-ই জাতির জনক শেখ মুজিবুর রহমান
ভুলে যাব না তোমার দেওয়া তাৎপর্যময় অবদান
তবেই হবে ব্যবধান, দুঃখ-কষ্টে অম্লান
বাঙালি হয়ে বাঙালির বেশে,
নিয়ে ছিলে কেড়ে তার যে প্রাণ
বাংলার ভূমির অপমান, পারবে দিতে তার সম্মান?
শেখ মুজিবুর রহমান, জাতির কাছে আহ্বান।
আজও তোরা ভুল ভাবছিস – শেখ হাসিনাকে ভুল বুঝে
অপরাধ যারা করেছিল, তারা আছেন এখনও জেলে
বিশ্বনেত্রী শেখ হাসিনা, বাঙালিরা তাকে ভুলিবে না
অসামাজিক রাজনীতি তিনি কখনও করবেন না
দেশকে ভালো, দেশকে বেশে, দেশের তরে বিলীন হতে
পিছু পা হয় না দেশের মন্ত্রী, কারণ চায় সে দেশের উন্নতি
এক বাক্যে, এক কথায়, মহাজন তিনি দেশ-ভূমিকায়
ভিন্ন দলের ভিন্ন মতে কান পাতেন না অহমিকায়।
উচ্চ থেকে শীর্ষ, অর্থনীতির মাপকাঠি
আমদানি থেকে রপ্তানি, মূল্যবোধের বোধখানি
কতখানি, কত দামী, ন্যায্য মূল্যে পাবে তুমি-ই
সমাজ কখনও ভাবেনি, নেত্রীকে যে তারা বোঝেনি
দেশের, অন্য দেশের পণ্য করতে পারেন সোনা তুল্য
বলা বাহুল্য, দেশের মাটিতে নেত্রীর নেই সমতুল্য
কারণ তিনি জানেন, দেশবাসীর কথা ভাবেন
মানুষের কথা মানুষের ভাষায় বিশ্বে তুলে ধরেন।
Artist : Rapper Apurba
Location : Kolkata
Mixing & Mastering : Tanz Productions
Record Year : 2021
#banglarap #joybangla #জয়বাংলা #জয়_বঙ্গবন্ধু #awamileague #sheikhhasina #bengalirap #bangladesh #banglasong #sheikhmujiburrahman #chatroleague #rapper_apurba
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: