Kaptai into Bandarban Only 40Km || Beautiful Road || Ayna Song by Tanveer evan || Ayna Lofi
Автор: BIKER EYES
Загружено: 2021-08-22
Просмотров: 46
Описание:
বান্দরবান শহর থেকে কাপ্তাইয়ে যাওয়ার যে লিচুবাগান ফেরিঘাট রয়েছে সেখানে পর্যন্ত দূরত্ব হলো মাত্র ৪০ কিলোমিটার।
রাস্তার কয়েকটি জায়গায় ব্রিজের উন্নয়নের কাজ চলছে বাকিটা রাস্তা ভালো বিদায় এই যাত্রায় কোন বিরক্ত লাগে না।
দুপাশের সবুজ গাছপালা এবং পাহাড় দেখতে দেখতে বান্দরবান থেকে চলে যাওয়া যায় কাপ্তাই লিচু বাগান। আমি আমার যাত্রা শুরু করেছিলাম বান্দরবান শহরে ক্যান্টনমেন্টের সামনে অবস্থিত কাজী ডাইন নামের একটি রেস্টুরেন্ট থেকে।
কাজী ডাইন থেকে দুপুরের খাবার খেয়ে রওনা দিয়েছিলাম এবং সেখান থেকে লিচু বাগান ফেরিঘাট পর্যন্ত দূরত্ব ছিল মাত্র ৪০ কিলো।
আপনি বান্দরবান শহর থেকে চাইলে চট্টগ্রাম শহর না হয়ে ভিতর দিয়ে চলে আসতে পারেন কাপ্তাই শহরে।
ফেরি পারাপারের ক্ষেত্রে মানুষজন থেকে কোন টাকা নেওয়া হয় না কিন্তু বাইকের জন্য ৫ টাকা করে নেওয়া হয়।
আমরা সেদিন বান্দরবান থেকে কাপ্তাই এবং কাপ্তাই আসামবস্তি রাস্তা হয়ে চলে গিয়েছিলাম রাঙ্গামাটি শহরে।
বান্দরবান থেকে কাপ্তাই এবং কাপ্তাই থেকে আসামবস্তি হয়ে রাঙ্গামাটি যাওয়া পর্যন্ত যে ভিডিওটি চ্যানেলে দেওয়া আছে আপনি চাইলে দেখে নিতে পারেন।
তবে বর্তমানে কাপ্তাইয়ে আসামবস্তি যাওয়ার যে রাস্তা রয়েছে সেটির উন্নয়নের কাজ চলছে সেটি দিয়ে যোগাযোগ বন্ধ তবে মাঝেমধ্যে বাইক চলে যেতে পারে। তাই সাবধানে চলাচল করবেন।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: