Kingston Model Pharmacy/ কিংস্টন মডেল ফার্মেসী ২৪ ঘন্টা খোলা।
Автор: Kingston Hospital
Загружено: 2021-04-24
Просмотров: 174
Описание:
কিংস্টন হাসপাতালের সমৃদ্ধ একটি বিভাগ কিংস্টন মডেল ফার্মেসী। সম্প্রতি কিংস্টন মডেল ফার্মেসীর ক্রেতাদের সুবিধার জন্য এবং এ মহামারি করোনার সময়ে জীবনের রিস্ক নিয়ে বাইরে যেয়ে ঔষধ কিনতে না হয় সেজন্য অনলাইনে ঔষধ অর্ডার এবং হোম ডেলিভারির সার্ভিস চালু করা হয়েছে। বর্তমানে মিরপুর এরিয়াতে এই সুবিধা থাকলেও পরবর্তীতে সব এরিয়াতে সার্ভিস প্রদান করা হবে। তবে কুরিয়ারের মাধ্যমে যেকোন যায়গায় ঔষধ ডেলিভারির ব্যবস্থা করা হয়। ওটিসি মেডিসিন ছাড়া অন্যন্য ঔষধ ক্রয়ের ক্ষেত্রে অবশ্যিই ডেলিভারির সময় প্রেসক্রিপশন দেখাতে হবে।
সকল ক্রেতাদের কথা চিন্তা করে আমরা একটি ই-কমার্স সাইট ( www.kingstonpharmacy.com.bd) এর সঙ্গে মোবাইল এপস ব্যবস্থা করেছি। এখন যেকেউ মোবাইল অ্যাপলিকেশনের মাধ্যমে ঔষধ অর্ডার করতে পারবেন।
কিংস্টন মডেল ফার্মেসি এখন আরো সমৃদ্ধ।
✓বাংলাদেশের বিখ্যাত ঔষধ উৎপাদনকারী প্রতিষ্ঠান হতে সরাসরি সংগ্রহকৃত ঔষুধ সুলভ মূল্যে বিক্রয় করা হয়।
✓খোলাবাজার থেকে ওষুধ সংগ্রহ করা হয় না তাই নিম্নমানের বা নকল ঔষুধ কেনার সম্ভাবনা থাকেনা।
✓নির্দিষ্ট তাপমাত্রায় ঔষধ সংরক্ষণ করার ফলে ঔষুধের গুনাগুন নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না।
✓অভিজ্ঞ ফার্মাসিস্ট কর্তৃক ঔষধ সরবরাহ করা হয় তাই ভুল ঔষধ দেয়ার সম্ভাবনা থাকে না।
✓সব ধরনের ঔষুধের পাশাপাশি যেকোনো সার্জিক্যাল ও ডিসপোজেবল পণ্য পাওয়া যায়।
✓২৪ ঘন্টা ফার্মেসি খোলা থাকে তাই দিন/রাত যেকোনো সময় প্রয়োজনীয় ঔষুধ পাওয়া যায়।
✓১০০% গ্রাহক সেবা।
✓ হোম ডেলিভারির সু-ব্যবস্থা।
যেকোনো প্রয়োজনে যোগাযোগের জন্য- ০১৯৯১১৪০২৮৪ (২৪ ঘন্টা)
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: