অন্যের ব্যথা নিরসনে নিজেকে উৎসর্গ করো।
Автор: দেবভূমি বাংলা
Загружено: 2025-08-02
Просмотров: 8
Описание:
🪔 Title:
“অন্যের ব্যথা নিরসনে নিজেকে উৎসর্গ করো”
(Relieve Others' Pain While You Feel Your Own)
📝 Caption:
"তোমার শরীর-মনে ব্যথা থাকলে বুঝো, ব্যথা কত তীব্র—তাই অন্যের ব্যথা লাঘব করাই তোমার ধর্ম।"
#সহানুভূতি #ঠাকুরেরউপদেশ #মানবধর্ম
📖 Description:
“যতদিন তোমার শরীর ও মনে ব্যথা লাগে, ততদিন তুমি একটি পিপীলিকারও ব্যথা নিরাকরণের দিকে চেষ্টা রেখো,
আর তা যদি না করো, তবে তোমার চাইতে হীন আর কে?”
— শ্রীশ্রী ঠাকুর অনুকুলচন্দ্র
এই বাণী আমাদের শেখায় —
ব্যথা কেবল নিজের মধ্যেই সীমাবদ্ধ রাখার নয়।
যে মানুষ নিজের যন্ত্রণার মধ্যেও অন্যের ব্যথা লাঘবের জন্য সচেষ্ট থাকে,
সে-ই আসলে মানবিকতার শ্রেষ্ঠ রূপ।
ঠাকুর আমাদের স্মরণ করিয়ে দেন —
একটি পিপীলিকাও যখন কষ্টে থাকে,
তখন সেই কষ্ট দূর করার চেষ্টা না করা মানে নিজেকে পশুর স্তরে নামিয়ে আনা।
🏷️ Tags:
#ঠাকুরেরবাণী #সহানুভূতি #মানবতা #আত্মউন্নয়ন #মানবধর্ম #LoveAll #Compassion #AnukulThakur #BanglaSpiritualQuotes #Empathy
🔍 Keywords:
ঠাকুরের উপদেশ, সহানুভূতি, মানবধর্ম, ব্যথা অনুভব, পিপীলিকার ব্যথা, অনুকুল ঠাকুর বাণী, বাংলা আধ্যাত্মিক বাণী, নিঃস্বার্থতা, আত্মোন্নয়ন, অনুভবের শিক্ষা, জীবন দর্শন
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: