আইলারে নয়া দামান : রহস্যউন্মোচন, প্রামাণ্যপাঠ ও প্রকৃত রচয়িতা। গবেষণা ও উপস্থাপনা: ড. সাইমন জাকারিয়া
Автор: Saymon Zakaria
Загружено: 2021-05-19
Просмотров: 4821
Описание:
সিলেট অঞ্চলের বিয়ের গীত “আইলারে নয়া দামান্দ / নোয়া জামাই আসমানের তেরা” সোস্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর এর মালিকানা বা রচয়িতা নিয়ে বির্তক সৃষ্টি হয়েছে।
অন্তত পাঁচজনের নামে এই গানটি প্রচার করা হয়েছে, তাঁরা হলেন: সাধককবি হাছন রাজা, রাধারমণ, গিয়াসউদ্দিন, দিব্যময়ী দাশ, সুষমা দাশ। এরমধ্যে সবচেয়ে জটিলতা সৃষ্টি হয়েছিল একুশে পদকপ্রাপ্ত শিল্পী রামকানাই দাশের একটি বক্তব্যে। তিনি ২০১২ খ্রিষ্টাব্দে ভয়েস অব আমেরিকার একটি সাক্ষাৎকারে দাবী করেন “আইলারে নোয়া জামাই আসমানের তারা” গানটি দিব্যময়ী দাশের রচনা, রামকানাই দিব্যময়ীর পরিচয় দিতে গিয়ে বলেছিলেন দিব্যময়ী দাশ ছিলেন রসিকলাল দাশের বউ আর তাঁর নিজের গর্ভধারিনীর মা। এই ধরনের অদ্ভুত পরিচয় ও দাবীতে অনেকের কাছে সমস্যাটি প্রবল হয়ে পড়ে। কিন্তু সিলেটের অধিকাংশ স্থানীয় জনতা, সংগীত রসিক ব্যক্তিত্ব প্রথম থেকেই রামকানাই দাশের দাবীকে মেনে নিতে চাননি, কিন্তু কোনো সিলেটবাসী ও রামকানাই দাশের সন্তানদের কেউ কেউ রামকানাইয়ের দাবীকে সত্য হিসেবে প্রতিষ্ঠার জন্য নানা ধরনের বক্তব্য উপস্থাপন করতে থাকে। যার কারণে পরিস্থিতি বেশ ঘোলাটে হয়ে পড়ে। তাই প্রয়োজন হয়ে পড়ে একাডেমিক পদ্ধতির গবেষণা। সেই প্রক্রিয়ার মাধ্যমে গবেষণা করে সমাধান দেওয়া হয়েছে, এই ভিডিওচিত্রে। এতে অনুসন্ধানের মাধ্যমে গানটির বাণীর আদ্যপ্রান্ত বিন্যাস, ছন্দের অন্ত্যমিল এবং স্তবকগুলোর পরম্পরা বিশ্লেষণের মাধ্যমে সঠিক সিদ্ধান্ত দেওয়া হয়েছে।
সেই সাথে দিব্যময়ী দাশের জ্যেষ্ঠ সন্তান তথা রামকানাই দাশের জ্যেষ্ঠ ভগ্নি একুশে পদকপ্রাপ্ত লোকসংগীতশিল্পী সুষমা দাশের বক্তব্য উপস্থাপনের মাধ্যমে তুলে ধরে গানটির রচয়িতা সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত প্রদান করা সম্ভব হয়েছে।
একই সঙ্গে প্রাচীন রেকর্ডে প্রাপ্ত গান তুলে ধরা হয়েছে। ১৯৭০-এর দশকের শুরুর দিকে সমবেত কণ্ঠে গাওয়া বেতারে প্রচারিত এই গানটি রেকর্ড করা হয়েছিল। এই রেকর্ডের ভিত্তিতে “আইলারে নয়া দামান / নয়া জামাই আসমানের তেরা” গানটি রচয়িতার দাবীদারদের মুখোশ উন্মোচিত হয়েছে।
আমাদের এই ভিডিও সম্পর্কে আপনার যৌক্তিক মতামত ও মন্তব্য সাদরে গ্রহণ করা হবে।
প্রয়োজনে ইমেল করুন: [email protected]
আমাদের ফেসবুক: / bhab.nagar
ওয়েবসাইট: www.vabnagarfoundation.com
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: