যেভাবে করবেন সুইট লেডি পেঁপে চাষের পরিচর্যা
Автор: Praner Mati
Загружено: 2025-06-19
Просмотров: 271
                Описание:
                    খাটো খাটো গাছ। গাছের ঘোড়া থেকে ঝুলছে পেঁপে। পেঁপেগুলো আঁকারেও খুবই বড় বড়। উচ্চ ফলনশীল এই সুইট লেডি জাতের পেঁপে চাষে লাভের স্বপ্ন বুনছেন  হয়েছেন মো. জাকির হোসেন। তুলনামূলক কম খরচে অধিক ফলন হওয়ায় আর্থিকভাবে লাভবানের আশা এই কৃষকের। জাকির হোসেন যশোরের  ঝিকরগাছা উপজেলার গদখালী ইউনিয়নের বামনালী গ্রামের বালিখোলাপাড়ায় বাড়ি। তিনি পেশায় একজন মাংস বিক্রেতা।
জাকির হোসেন ইউটিউব দেখে সুইট লেডি জাতের পেঁপে চাষ শুরু করেন। গত ডিসেম্বর মাসের শেষের দিকে ৩০
শতক জমিতে এ পেঁপের চারা লাগান। জাকিরের ক্ষেতে উচ্চ ফলনশীল জাতের এই সুইট লেডি পেঁপে চাষ এলাকাতে প্রথম।
জমি তৈরি, চারা, সার, বালাইনাশক, রোপণ, আগাছা পরিষ্কার ও শ্রমিকের টাকাসহ প্রায় ৩০ হাজার টাকা খরচ হয়েছে। ১০ হাজার টাকার পেঁপে বিক্রি করেছেন। আগামী দুই বছর এ বাগানে ফল পাবেন তিনি।
#কৃষি #agriculture #jashore #ঝিকরগাছা #farming #পেঁপে #সুইট_লেডি_পেঁপে #গদখালী #                
                
Повторяем попытку...
 
                Доступные форматы для скачивания:
Скачать видео
- 
                                Информация по загрузке: